দরপত্রে অংশ না নিয়েই কাজ চান নেতারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ২১

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রায় ১২ কোটি টাকার উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। কাজগুলোর ঠিকাদার নির্ধারণে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) প্রক্রিয়ায় দরপত্রের যাবতীয় কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু সর্বনিম্ন দরদাতা দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে বাধা দিচ্ছেন বিএনপি অনুসারী একদল ঠিকাদার। তাঁরা পুনঃদরপত্রের জন্য নগর ভবনে গিয়ে বিসিসি কর্তৃপক্ষকে নানামুখী চাপ দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আতহারুল ইসলাম চৌধুরী বাবুল, স্বেচ্ছাসেবক দলের মহানগরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাবেক সদস্য বদিউজ্জামান টলন, যুবদল নেতা রফিকুল ইসলাম শাহীনসহ আরও কয়েকজন এর সঙ্গে জড়িত। বিএনপির এই নেতারা জোটবদ্ধ হয়ে কয়েক দিন আগে নগর ভবনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবীরের কক্ষে গিয়ে তিনটি গ্রুপের দরপত্রের বিষয়ে নানা প্রশ্ন করেন। দরপত্রে অংশগ্রহণ করতে পারেননি—এমন অজুহাত তুলে পুনঃদরপত্র আহ্বানের জন্য চাপ দেন তাঁরা।

বিসিসি সূত্রে জানা গেছে, অপসারিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত দায়িত্বে থাকাকালে নগরের বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণে পৃথক তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করেন। প্রায় ১২ কোটি টাকার কাজের পুরোটা বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হবে।

দরপত্র জমার সর্বশেষ তারিখ ছিল গত ৮ আগস্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ১৯ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। প্রতিটি প্যাকেজের বিপরীতে তিনটি দরপত্র জমা পড়ে। যৌথ প্রতিষ্ঠান শরীফ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজ এবং এসএইচ এন্টারপ্রাইজ প্রতিটি প্যাকেজের দরপত্র জমা দেয়। ৩ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৭০১ টাকা এবং ৪ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ২৭২ টাকায় দুটি প্যাকেজের সর্বনিম্ন দরদাতা হয় যৌথ প্রতিষ্ঠানটি।

সর্বনিম্ন দরদাতা এসএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন আজাদ বলেন, অজ্ঞাত কারণে তাঁকে কার্যাদেশ দেওয়া হচ্ছে না। অপর ঠিকাদারি প্রতিষ্ঠানের একই অবস্থা। অপর দুটি প্যাকেজের সর্বনিম্ন দরদাতা যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী মনির হোসেন তালুকদার একই অভিযোগ করেন।

কার্যাদেশে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপি নেতা বদিউজ্জামান টলন বলেন, ‘প্যাকেজগুলোর বিষয়ে জানতে নগর ভবনে গিয়ে শুনেছি, দরপত্র শেষ হয়েছে। এসব বিষয়ে আমাদের তো জানার অধিকার আছে। তাই আমিসহ বিএনপি নেতা বাবুল চৌধুরী, রফিকুল ইসলাম শাহীন, যুবদলের মাহবুবুর রহমান পিন্টুসহ কয়েকজন গিয়েছিলাম। তবে বাধা দেওয়ার বিষয়ে আমরা সম্পৃক্ত নই।’

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু বলেন, ‘আমরা পূর্বের অনেক ঠিকাদারি কাজের বিল পাই। এ জন্য সচিব, হিসাব শাখায় কয়েকবার গিয়েছি। কবে টেন্ডার হয়েছে, সেই খবর আমাদের জানা নেই। এ বিষয়ে আমাদের ধারণাই নাই।’

বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হুমায়ুন কবির বলেন, উন্নয়নকাজগুলোর ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপির অনুসারী একদল ঠিকাদারের বাধা প্রদান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত