উজিরপুর প্রতিনিধি
উজিরপুরে ১১০ কেজি ওজনের সাহেবি কচু ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী। কচুটির উচ্চতা ১১ ফুট। চওড়ায় আড়াই ফুট।
উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মো. খলিলুর রহমান সরদার ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন। তবে তখন তিনি ভাবেননি গায়ে-গতরে বিশাল হয়ে উঠবে ওটা। তাঁকে চমকে দিয়ে একপর্যায়ে কচুটির আকার এবং আকৃতি এতটা বড় হয়ে যায় যে কোনোভাবেই একে দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। গত রোববার কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করেন তিনি। এ সময় এর ওজন হয় প্রায় ৩ মণ অর্থাৎ ১১০ কেজি এবং লম্বা ১১ ফুট। এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উৎসুক জনতা ভিড় জমান সেখানে কচুটি দেখতে।
এ ব্যাপারে চাষি খলিলুর রহমান বলেন, ‘শখের বশে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও কিছু সাহেবি কচু লাগানোর চেষ্টা করব।’
স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন জানান, বাজারে এই সাহেবি কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর মূল্য আনুমানিক প্রায় ৫ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘অতি দ্রুত কার্যালয়ের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে। বিশাল আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।’
উজিরপুরে ১১০ কেজি ওজনের সাহেবি কচু ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী। কচুটির উচ্চতা ১১ ফুট। চওড়ায় আড়াই ফুট।
উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মো. খলিলুর রহমান সরদার ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন। তবে তখন তিনি ভাবেননি গায়ে-গতরে বিশাল হয়ে উঠবে ওটা। তাঁকে চমকে দিয়ে একপর্যায়ে কচুটির আকার এবং আকৃতি এতটা বড় হয়ে যায় যে কোনোভাবেই একে দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। গত রোববার কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করেন তিনি। এ সময় এর ওজন হয় প্রায় ৩ মণ অর্থাৎ ১১০ কেজি এবং লম্বা ১১ ফুট। এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উৎসুক জনতা ভিড় জমান সেখানে কচুটি দেখতে।
এ ব্যাপারে চাষি খলিলুর রহমান বলেন, ‘শখের বশে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও কিছু সাহেবি কচু লাগানোর চেষ্টা করব।’
স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন জানান, বাজারে এই সাহেবি কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর মূল্য আনুমানিক প্রায় ৫ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘অতি দ্রুত কার্যালয়ের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে। বিশাল আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে