Ajker Patrika

প্রতীক পেয়ে বদরগঞ্জে প্রচারে প্রার্থীরা

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ২০
প্রতীক পেয়ে বদরগঞ্জে  প্রচারে প্রার্থীরা

বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রার্থীরা তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তার কাছে যান প্রতীক বরাদ্দ নিতে। এখন পছন্দের প্রতীক পেয়ে তাঁরা নির্বাচনী প্রচারের মাঠে নেমেছেন।

বদরগঞ্জের ১০ ইউপিতে ভোট হবে ২৬ ডিসেম্বর। এ জন্য চেয়ারম্যান পদে ৫১, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪১ ও সাধারণ সদস্য পদে ৩৩৭ প্রার্থী নির্বাচনের লড়াইয়ে আছেন।

উপজেলার দামোদরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আব্দুর রাজ্জাক আলাল। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আব্দুর রাজ্জাক আলাল বলেন, ‘দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ করেছি কিন্তু মূল্যায়ন পাইনি। তবুও মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হতে চাইনি। কিন্তু আমার সমর্থক ও ভোটারদের চাপে বিদ্রোহী প্রার্থী হয়েছি। আশা করি ২৬ ডিসেম্বর জনগণের রায়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হব।’

গোপীনাথপুরে প্রতীক বরাদ্দ পেয়ে সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুমন। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন না পেয়ে তিনিও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পেয়েছেন আনারস প্রতীক। দেখছেন জয়ের আশা।

মাহমুদুল হাসান সুমন বলেন, ‘ইউনিয়নে আমার জনপ্রিয়তা বেশি। কিন্তু আমাকে দলীয় মনোনয়ন নেওয়া হয়নি। ২৬ ডিসেম্বর ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বুঝতে পারবে আমাকে মনোনয়ন না দেওয়ার ফল।’

বিষ্ণুপুরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ফিন্দিউল হাসান চৌধুরী শান্তু। তিনি বলেন, ‘ইউনিয়নবাসী আমার পক্ষে আছে। জনগণের রায়ে আমিই চেয়ারম্যান নির্বাচিত হব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনীয়া বলেন, ‘প্রার্থীরা উৎসাহ নিয়ে প্রতীক বরাদ্দ নিয়েছেন। সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত