বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই মাস পরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে দর্শকের মাঝে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। সেই রেশ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ তারকাদের মধ্যেও। এবার ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। আগামী ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। শোবিজ তারকাদের নিয়ে এ আয়োজন করছে জি নেক্সট জেনারেশন।
গত শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএলের লোগো উন্মোচন করা হয়। এ আয়োজনে মোট ছয়টি দলে ভাগ হয়ে খেলবেন শোবিজের কলাকুশলীরা। তবে তারকাদের ব্যাপক আগ্রহের কারণে সিসিএলে দলের সংখ্যা আরও দুটি বাড়তে পারে বলে জানা গেছে। প্রতি দলে কতজন খেলবেন, সেটি এখনো নির্ধারণ হয়নি। ছয় থেকে দশজন খেলোয়াড় থাকতে পারেন প্রতিটি দলে। তবে কে কোন দলে খেলবেন তা জানা যায়নি।
লোগো উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড় নির্বাচন না হলেও নির্ধারণ হয়েছে ছয় দলের অধিনায়ক। এদিন ছয় দলের অধিনায়ককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছয়টি দলের নেতৃত্ব দেবেন ছয়জন নির্মাতা। তাঁরা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। অধিনায়করা তাঁদের পছন্দমতো খেলোয়াড় নির্বাচন করতে পারবেন। পুরুষের পাশাপাশি প্রতিটি দলে নারী তারকারাও অংশ নেবেন।
তারকাদের এ ক্রিকেট লিগ নিয়ে এখনই কথা বলতে রাজি নন আয়োজকরা। আনুষ্ঠানিক ঘোষণার পরেই এ নিয়ে কথা বলবেন তাঁরা। এ মাসের শেষে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এ আয়োজন শেষে সিসিএলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানা যাবে কে কোন দলের হয়ে খেলবেন।
সিসিএলের লোগো উন্মোচনের অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। অনুষ্ঠানে এসেছিলেন প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়িকা পরীমণি, চিত্রনায়ক সাইমন সাদিক, শ্যামল মাওলা, শাহনাজ খুশি, মৌসুমী হামিদ, জাহারা মিতু, জিয়াউল রোশান, এবিএম সুমন, তমা মির্জাসহ অনেকে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কয়েকজন খেলোয়াড়ও উপস্থিত ছিলেন।
দুই মাস পরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে দর্শকের মাঝে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। সেই রেশ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ তারকাদের মধ্যেও। এবার ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। আগামী ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। শোবিজ তারকাদের নিয়ে এ আয়োজন করছে জি নেক্সট জেনারেশন।
গত শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএলের লোগো উন্মোচন করা হয়। এ আয়োজনে মোট ছয়টি দলে ভাগ হয়ে খেলবেন শোবিজের কলাকুশলীরা। তবে তারকাদের ব্যাপক আগ্রহের কারণে সিসিএলে দলের সংখ্যা আরও দুটি বাড়তে পারে বলে জানা গেছে। প্রতি দলে কতজন খেলবেন, সেটি এখনো নির্ধারণ হয়নি। ছয় থেকে দশজন খেলোয়াড় থাকতে পারেন প্রতিটি দলে। তবে কে কোন দলে খেলবেন তা জানা যায়নি।
লোগো উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড় নির্বাচন না হলেও নির্ধারণ হয়েছে ছয় দলের অধিনায়ক। এদিন ছয় দলের অধিনায়ককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছয়টি দলের নেতৃত্ব দেবেন ছয়জন নির্মাতা। তাঁরা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। অধিনায়করা তাঁদের পছন্দমতো খেলোয়াড় নির্বাচন করতে পারবেন। পুরুষের পাশাপাশি প্রতিটি দলে নারী তারকারাও অংশ নেবেন।
তারকাদের এ ক্রিকেট লিগ নিয়ে এখনই কথা বলতে রাজি নন আয়োজকরা। আনুষ্ঠানিক ঘোষণার পরেই এ নিয়ে কথা বলবেন তাঁরা। এ মাসের শেষে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এ আয়োজন শেষে সিসিএলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানা যাবে কে কোন দলের হয়ে খেলবেন।
সিসিএলের লোগো উন্মোচনের অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। অনুষ্ঠানে এসেছিলেন প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়িকা পরীমণি, চিত্রনায়ক সাইমন সাদিক, শ্যামল মাওলা, শাহনাজ খুশি, মৌসুমী হামিদ, জাহারা মিতু, জিয়াউল রোশান, এবিএম সুমন, তমা মির্জাসহ অনেকে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কয়েকজন খেলোয়াড়ও উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে