Ajker Patrika

আশরাফুল হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ৫৮
আশরাফুল হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক আশরাফুলকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাইদুল, কিশোর ও রিফাত নামে ৩ কিশোরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে তাঁরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। গতকাল নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ওই তথ্য জানান।

গ্রেপ্তার সাইদুল ইসলাম দাউদকান্দির সরকারপুর, কিশোর চন্দ্র সাহা বুলিরপাড় ও রিফাত হোসেন চান্দিনার সাতগাঁও এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল তানভীর মাহমুদ জানান, গত ১৬ সেপ্টেম্বর দাউদকান্দির শাহপুর গ্রামের ৮ম শ্রেণির ছাত্র আশরাফুল আমিনকে ভাড়ায় যাওয়ার কথা বলে দৈয়াপাড়া এলাকায় নিয়ে যায় সাইদুল, কিশোর সাহা ও রিফাত। পরে দৈয়াপাড়া এলাকায় আশরাফুলকে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মুখে স্কচটেপ পেঁচিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু কিছু দূর যাওয়ার পর অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যাওয়ায় সেটি নেওয়া সম্ভব হয়নি হত্যাকারীদের।

এদিকে পরদিন সকালে দৈয়াপাড়া এলাকা থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা মো. আল আমিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তানভীর মাহমুদ পাশা জানান, করোনাকালীন সময়ে পরিবারকে সাহায্য করার জন্য অটোরিকশা চালানোর কাজে নামে স্কুলছাত্র আশরাফুল। তার হত্যাকারীরা এর আগে একই পদ্ধতিতে আরও একটি অটোরিকশা ছিনতাই করে। আসামিদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত