Ajker Patrika

দিনে লোকসান কোটি টাকা

জসিম উদ্দিন, নীলফামারী
দিনে লোকসান কোটি টাকা

কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে ক্ষতির মুখে পড়েছেন উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর শুঁটকি আড়তের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দেওয়ায় এ আড়তের দুয়ার খুলেছে। তবে যানবাহন চলাচল বন্ধ থাকায় আড়তে আসতে পারেননি উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে ক্রেতাশূন্য আড়তে কয়েক দিনের মতো গতকালও লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। 

সমিতির সূত্রমতে, সৈয়দপুরে শুঁটকি মাছের আড়তে ৫৪ জন ব্যবসায়ী রয়েছেন। খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে শুঁটকি আসে এই আড়তে। এখান থেকে কিনে নিয়ে যান উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু আন্দোলন এবং পরবর্তী সময়ে সারা দেশে জারি করা কারফিউর কারণে গত বুধবার থেকে শুঁটকি আড়তের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন প্রায় কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। 

মেসার্স মামুন এন্টারপ্রাইজে শুঁটকি কিনতে আসা দিনাজপুরের বীরগঞ্জের ব্যবসায়ী একরামুল হক বলেন, ‘দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যাটারিচালিত ভ্যান রিজার্ভ করে শুঁটকি নিতে এসেছি। এতে পরিবহন খরচ অনেক বেশি হওয়ায় চড়া দামে শুঁটকি বিক্রি করতে হবে।’ 

সৈয়দপুরে শুঁটকির দোকানদার সমিতির সভাপতি মো. বাছেদ আলী বলেন, খুচরা ও পাইকারি দোকানদারের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত