ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের।
এ ছাড়া অপারেশন থিয়েটার থাকলেও এখনো তা চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যতটুকু জনবল রয়েছে, তা দিয়েই সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবু হিমশিম খেতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখনো স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রের প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসক ও অপারেশন থিয়েটারের সরঞ্জাম পেলেই অপারেশনের কার্যক্রম শুরু করা হবে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা বিনা মূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কার্ডিওলজি, শিশুরোগ, সার্জারি, চক্ষুবিদ্যা, গাইনি, স্ক্রিন অ্যান্ড ডিডি, অর্থোপেডিক, মেডিসিন, ইএনটি ও অ্যানেসথেশিয়ার ১১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন। বাকি ১০ জন চিকিৎসকের পদই শূন্য।
এ ছাড়া ১৬ মেডিকেল কর্মকর্তার পদ থাকলেও কর্মরত রয়েছেন ৯ জন। ৭ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থানে কর্মরত আছেন মাত্র ৫ জন। ৩০ জন সিনিয়র নার্সের জায়গায় আছেন ২৫ জন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ৯৩ জন তৃতীয় শ্রেণির কর্মচারীর মধ্যে কর্মরত আছে ৬৮ জন, ১৯ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে আছেন ১০ জন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও শুধু জনবল-সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ ও কাছে হওয়ায় পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হামিদপুর, হরিরামপুর ও মোস্তফাপুর ইউনিয়ন, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ও কুশদহ ইউনিয়ন, বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নসহ বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, মধ্যপাড়া পাথর খনি ও বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী এলাকার মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন তাঁরা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, উপজেলার গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে দীর্ঘদিন জনবল-সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে উন্নত চিকিৎসার জন্য অনেক সময় জেলা শহরসহ অন্যান্য জায়গায় যেতে হয়। খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে গরিব মানুষদের।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের।
এ ছাড়া অপারেশন থিয়েটার থাকলেও এখনো তা চালু করতে পারেনি কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যতটুকু জনবল রয়েছে, তা দিয়েই সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবু হিমশিম খেতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখনো স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রের প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসক ও অপারেশন থিয়েটারের সরঞ্জাম পেলেই অপারেশনের কার্যক্রম শুরু করা হবে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা বিনা মূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কার্ডিওলজি, শিশুরোগ, সার্জারি, চক্ষুবিদ্যা, গাইনি, স্ক্রিন অ্যান্ড ডিডি, অর্থোপেডিক, মেডিসিন, ইএনটি ও অ্যানেসথেশিয়ার ১১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন। বাকি ১০ জন চিকিৎসকের পদই শূন্য।
এ ছাড়া ১৬ মেডিকেল কর্মকর্তার পদ থাকলেও কর্মরত রয়েছেন ৯ জন। ৭ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থানে কর্মরত আছেন মাত্র ৫ জন। ৩০ জন সিনিয়র নার্সের জায়গায় আছেন ২৫ জন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ মোট ৯৩ জন তৃতীয় শ্রেণির কর্মচারীর মধ্যে কর্মরত আছে ৬৮ জন, ১৯ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে আছেন ১০ জন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও শুধু জনবল-সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ ও কাছে হওয়ায় পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হামিদপুর, হরিরামপুর ও মোস্তফাপুর ইউনিয়ন, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ও কুশদহ ইউনিয়ন, বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নসহ বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, মধ্যপাড়া পাথর খনি ও বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী এলাকার মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন তাঁরা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, উপজেলার গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে দীর্ঘদিন জনবল-সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে উন্নত চিকিৎসার জন্য অনেক সময় জেলা শহরসহ অন্যান্য জায়গায় যেতে হয়। খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে গরিব মানুষদের।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে