Ajker Patrika

নির্বাচনী সামগ্রী ২২ দিনেও উদ্ধার হয়নি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
নির্বাচনী সামগ্রী  ২২ দিনেও উদ্ধার হয়নি

কুড়িগ্রামের যাত্রাপুরের একটি ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সামগ্রী ‘ছিনতাই’ হওয়ার ২২ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছ।

গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ হলেন মাহাবুব সরকার। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ও যাত্রাপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজামাল সরকারের ভাতিজা। গত রোববার বিকেলে জেলা সদরের ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর ওই দিনই কারাগারে পাঠানো হয়।

মাহাবুব সরকারকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা।

জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর প্রিসাইডিং কর্মকর্তাসহ দায়িত্বরতরা ফেরার পথে নির্বাচনী সামগ্রী ‘ছিনতাইয়ের’ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজামাল সরকারের (মোটরসাইকেল প্রতীক) সমর্থক গোষ্ঠীর অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়েও ‘ছিনতাই’ হওয়া নির্বাচনী সামগ্রী উদ্ধার করতে পারেনি। তবে ঘটনার ২২ দিন পর সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব সরকারকে গ্রেপ্তার করল পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজা বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার মাহবুব সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় নির্বাচনী সামগ্রী উদ্ধার করতে সমর্থ না হলেও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত