নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিলল পাতিহাঁসের কালো ডিম। উপজেলার নদীবিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের যুবক ইব্রাহিম আলীর পাঁচটি দেশি জাতের পাতিহাঁসের একটি পর পর দুদিন দুটি কালো ডিম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সেই ডিম দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী।
জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের পরামানিক পাড়ার ইব্রাহিম ছয় মাস আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচটি হাস উপহার পান। ছয় মাস প্রতিপালন করার পর গত শনিবার একটি হাস কালো ডিম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ওই ডিম দেখতে ছুটে আসেন তাঁর বাড়িতে। পরদিন শুক্রবার আবার আরেকটি কালো ডিম দেয় হাঁসটি।
ইব্রাহিমের শ্বশুর একই গ্রামের জহুরুল ইসলাম জানান, জামাই এবং মেয়েকে উপহার হিসেবে পাঁচটি হাঁস উপহার দিয়েছিলাম। একটি হাঁস কালো ডিম দেওয়ার বিষয়টি প্রথম দিনেই জামাইয়ের মারফত জানতে পারি এবং একনজর দেখতে ছুটে আসি। আসলেই এটি একটি অবাক করা বিষয়।’
৭০ বছর বয়সী দর্শনার্থী প্রতিবেশী মোজাহার আলী বলেন, ‘জীবনে প্রথম হাঁসের কালো ডিম দেওয়া দেখলাম। ইব্রহিমের ভাবি সাহিদা বেগম বলেন, ‘কালো ডিম দেওয়ার পরও হাঁসটি অন্যান্য হাঁসের মতো স্বাভাবিক চলাফেরা করছে।’
নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, ‘নারায়ণপুরে পাতিহাঁসের কালো ডিম পাড়ার সংবাদটি পেয়েছি। এটি একটি বিরল ঘটনা। তবে হাঁস যখন ডিম পাড়ে, তখন ওই ডিম জরায়ুতে ১৯ ঘণ্টা অবস্থান করে। এ সময় জরায়ুতে কোনো ইনফেকশন থাকার কারণে এমন হতে পাড়ে। এ ছাড়া ডিম তৈরির যে পরিমাণ পিগমেন্ডের দরকার, তা যদি অনুপস্থিত থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে।
এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিলল পাতিহাঁসের কালো ডিম। উপজেলার নদীবিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের যুবক ইব্রাহিম আলীর পাঁচটি দেশি জাতের পাতিহাঁসের একটি পর পর দুদিন দুটি কালো ডিম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সেই ডিম দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী।
জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের পরামানিক পাড়ার ইব্রাহিম ছয় মাস আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচটি হাস উপহার পান। ছয় মাস প্রতিপালন করার পর গত শনিবার একটি হাস কালো ডিম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ওই ডিম দেখতে ছুটে আসেন তাঁর বাড়িতে। পরদিন শুক্রবার আবার আরেকটি কালো ডিম দেয় হাঁসটি।
ইব্রাহিমের শ্বশুর একই গ্রামের জহুরুল ইসলাম জানান, জামাই এবং মেয়েকে উপহার হিসেবে পাঁচটি হাঁস উপহার দিয়েছিলাম। একটি হাঁস কালো ডিম দেওয়ার বিষয়টি প্রথম দিনেই জামাইয়ের মারফত জানতে পারি এবং একনজর দেখতে ছুটে আসি। আসলেই এটি একটি অবাক করা বিষয়।’
৭০ বছর বয়সী দর্শনার্থী প্রতিবেশী মোজাহার আলী বলেন, ‘জীবনে প্রথম হাঁসের কালো ডিম দেওয়া দেখলাম। ইব্রহিমের ভাবি সাহিদা বেগম বলেন, ‘কালো ডিম দেওয়ার পরও হাঁসটি অন্যান্য হাঁসের মতো স্বাভাবিক চলাফেরা করছে।’
নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, ‘নারায়ণপুরে পাতিহাঁসের কালো ডিম পাড়ার সংবাদটি পেয়েছি। এটি একটি বিরল ঘটনা। তবে হাঁস যখন ডিম পাড়ে, তখন ওই ডিম জরায়ুতে ১৯ ঘণ্টা অবস্থান করে। এ সময় জরায়ুতে কোনো ইনফেকশন থাকার কারণে এমন হতে পাড়ে। এ ছাড়া ডিম তৈরির যে পরিমাণ পিগমেন্ডের দরকার, তা যদি অনুপস্থিত থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে