বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়ের ব্যস্ত নায়িকা শবনম ইয়াসমীন বুবলী। একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন। ভিন্ন ভিন্ন অভিনেতার সঙ্গে নানা ঘরানার সিনেমায় নাম লেখাচ্ছেন। কয়েক দিন আগে মাসুদ মহিউদ্দিন ও হাসান সিকদার পরিচালিত ‘প্রেম পুরাণ’ সিনেমার শুটিংয়ে বুবলী গিয়েছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলায়। ঢাকায় ফিরেছেন গত রোববার। বুবলী জানালেন, সেখানে গিয়ে মিলেছে জীবনের সেরা প্রাপ্তি। তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে শুটিং করছিলেন বুবলী। অনেকেই এসে ভিড় জমিয়েছেন শুটিং দেখতে। সকাল থেকে রাত অবধি বুবলীর অপেক্ষায় থাকেন ভক্তরা। একটু সময়ের জন্য হলেও তাঁরা বুবলীর সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, সেলফি তুলতে চান। অনেকেরই সুযোগ মেলে, আবার নিরাপত্তার কারণে অনেকেরই সেই সুযোগ মেলে না।
এমন অবস্থায় তালতলীর এক নানি-নাতনি বিশেষভাবে দৃষ্টি কাড়েন বুবলীর। নানি ও নাতনি দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন বুবলীর সঙ্গে দেখা করার আশায়। বুবলী ব্যস্ত ছিলেন শুটিংয়ে। কাজের ফাঁকে নানি ও নাতনিকে ডেকে পাঠালেন বুবলী। বুবলীর সামনে এসে নাতনি সামনা আক্তার বেশ অপ্রস্তুত হয়ে গেলেন এবং কাঁদতে শুরু করে দিলেন। তাঁর বিশ্বাসই হচ্ছিল না তিনি বুবলীর পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁর সঙ্গে কথা বলছেন। সামনা বললেন, ‘গতকাল সারা রাত প্রার্থনা করেছি, যেন আপনার সঙ্গে দেখা করার সুযোগ পাই।’
বুবলী তাঁদের কাছে ডেকে নিলেন, নানি-নাতনির সঙ্গে কথা বললেন, ছবি তুললেন।
বুবলী বলেন, ‘মুহূর্তেই আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমি অতি সাধারণ একজন মানুষ। কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য তার মনের এই আকুতি আমাকে আবেগাপ্লুত করেছে। কী অদ্ভুত এক ভক্ত আমার! মনে হলো, যদি তাদের সঙ্গে দেখা না করতাম, তাহলে কী কষ্টটাই না পেত! সামনাকে ও তার নানিকে আজীবন মনে থাকবে আমার। এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা মুহূর্ত আর প্রাপ্তি এটা।’
বুবলী জানিয়েছেন, তাঁর অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় আছে ‘তালাশ’, ‘ক্যাসিনো’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’। শুটিং চলছে ‘কয়লা’, ‘লোকাল’, ‘মায়া’, ‘বিট্রে’, ‘রিভেঞ্জ’সহ বেশ কিছু সিনেমার।
সময়ের ব্যস্ত নায়িকা শবনম ইয়াসমীন বুবলী। একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন। ভিন্ন ভিন্ন অভিনেতার সঙ্গে নানা ঘরানার সিনেমায় নাম লেখাচ্ছেন। কয়েক দিন আগে মাসুদ মহিউদ্দিন ও হাসান সিকদার পরিচালিত ‘প্রেম পুরাণ’ সিনেমার শুটিংয়ে বুবলী গিয়েছিলেন বরগুনা জেলার তালতলী উপজেলায়। ঢাকায় ফিরেছেন গত রোববার। বুবলী জানালেন, সেখানে গিয়ে মিলেছে জীবনের সেরা প্রাপ্তি। তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে শুটিং করছিলেন বুবলী। অনেকেই এসে ভিড় জমিয়েছেন শুটিং দেখতে। সকাল থেকে রাত অবধি বুবলীর অপেক্ষায় থাকেন ভক্তরা। একটু সময়ের জন্য হলেও তাঁরা বুবলীর সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, সেলফি তুলতে চান। অনেকেরই সুযোগ মেলে, আবার নিরাপত্তার কারণে অনেকেরই সেই সুযোগ মেলে না।
এমন অবস্থায় তালতলীর এক নানি-নাতনি বিশেষভাবে দৃষ্টি কাড়েন বুবলীর। নানি ও নাতনি দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন বুবলীর সঙ্গে দেখা করার আশায়। বুবলী ব্যস্ত ছিলেন শুটিংয়ে। কাজের ফাঁকে নানি ও নাতনিকে ডেকে পাঠালেন বুবলী। বুবলীর সামনে এসে নাতনি সামনা আক্তার বেশ অপ্রস্তুত হয়ে গেলেন এবং কাঁদতে শুরু করে দিলেন। তাঁর বিশ্বাসই হচ্ছিল না তিনি বুবলীর পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁর সঙ্গে কথা বলছেন। সামনা বললেন, ‘গতকাল সারা রাত প্রার্থনা করেছি, যেন আপনার সঙ্গে দেখা করার সুযোগ পাই।’
বুবলী তাঁদের কাছে ডেকে নিলেন, নানি-নাতনির সঙ্গে কথা বললেন, ছবি তুললেন।
বুবলী বলেন, ‘মুহূর্তেই আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমি অতি সাধারণ একজন মানুষ। কিন্তু আমার সঙ্গে দেখা করার জন্য তার মনের এই আকুতি আমাকে আবেগাপ্লুত করেছে। কী অদ্ভুত এক ভক্ত আমার! মনে হলো, যদি তাদের সঙ্গে দেখা না করতাম, তাহলে কী কষ্টটাই না পেত! সামনাকে ও তার নানিকে আজীবন মনে থাকবে আমার। এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা মুহূর্ত আর প্রাপ্তি এটা।’
বুবলী জানিয়েছেন, তাঁর অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় আছে ‘তালাশ’, ‘ক্যাসিনো’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’। শুটিং চলছে ‘কয়লা’, ‘লোকাল’, ‘মায়া’, ‘বিট্রে’, ‘রিভেঞ্জ’সহ বেশ কিছু সিনেমার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে