দাকোপ প্রতিনিধি
শ্যালো বা খননযন্ত্র দিয়ে খুলনার দাকোপে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন নদী বা খাল থেকে মাটি ও বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে এলেও যেন দেখার কেউ নেই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরকারিভাবে কোনো বালুমহাল নেই। তারপরও স্থানীয় কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ভদ্রা, সুতারখালি, ঢাকি, শিবসা নদ ও পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের ভেতরে বিভিন্ন খাল থেকে নিজেদের ইচ্ছেমতো এসব মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে।
বেশি লাভের আশায় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিও জড়িয়ে পড়েছেন এই ব্যবসায়। প্রতিদিন লাখো ঘনফুট বালু উত্তোলন করে সড়কসহ বিভিন্ন স্থাপনার কাজে প্রতি ফুট দুই থেকে আট টাকা দরে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন এ ব্যবসায়ীরা। কোনো কোনো স্থানে আবার রাস্তার ওপর ইট, বালু ও খোয়া দিয়ে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলন করা হয়। এ কারণে যানবাহন চলাচলে বিঘ্নসহ দুর্ঘটনাও ঘটছে।
এদিকে দাকোপ উপজেলা প্রশাসন ওই চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও তাদের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সরকারি ছুটির দিনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ যখন ব্যস্ত সময় পার করে, ঠিক তখনই বাজুয়া ও কৈলাশগঞ্জের মধ্যবর্তী চড়া নদে চলে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন।
সরেজমিনে গতকাল শনিবার উপজেলার বানিশান্তা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, বানিশান্তা খেজুরিয়া টিএ ফারুক স্কুলের সামনে খেজুরিয়া নদীতে চলছে বালু উত্তোলনের কাজ চলছে।
জানা যায়, এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী সাদ্দাম হোসেন তাঁর অবৈধ খননযন্ত্র দিয়ে চড়া নদ থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রি করছেন। এলাকার বেশির ভাগ মানুষের বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাঁরা এই কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এনায়েত মেম্বারের কাজ করছি। আপনাদের কিছু জানার বা বলার থাকলে তাকে গিয়ে বলুন।’
এ ছাড়া বর্তমানে উপজেলা সদর চালনা, বাজুয়া, লাউডোব, খুটাখালীসহ ৮-১০টি পয়েন্টে দেদারছে বালু উত্তোলন চলছে। এভাবে উত্তোলনের ফলে যেকোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি তপোক মণ্ডল তপু জানান, এই উপজেলা তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত এবং এক প্রকার বালুর ওপর ভেসে আছে। কিছুদিন আগেও লাউডোব ব্রিজের দুপাশে দুটি শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করেছে। এতে যেকোনো মুহূর্তে ক্ষতি হতে পারে ব্রিজ, গ্রামীণ কার্পেটিং রাস্তাসহ বিভিন্ন স্থাপনার।
এমনিতেই প্রতিনিয়ত নদীভাঙনে বাড়িঘর, ফসলি জমিসহ বেড়িবাঁধ বিলীন হচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের। এভাবে যত্রতত্র বালু উত্তোলন করলে শিগগির এই উপজেলা দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
প্রশাসন মাঝেমধ্যে দু-একজন ব্যবসায়ীকে জরিমানা করলেও এবং সভা-সমাবেশে আলোচনা-সমালোচনা হলেও কখনো থেমে নেই বালু উত্তোলন। অতি দ্রুত এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা উচিত বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, ভূগর্ভস্থ বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বর্তমান কাজের দ্বারাই ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তন রোধে সবাইকেই সচেতন হতে হবে। অবৈধ বালু উত্তোলন রোধে জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার সংস্থা, গণমাধ্যম সবার দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করা উচিত।
শ্যালো বা খননযন্ত্র দিয়ে খুলনার দাকোপে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন নদী বা খাল থেকে মাটি ও বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে এলেও যেন দেখার কেউ নেই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরকারিভাবে কোনো বালুমহাল নেই। তারপরও স্থানীয় কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ভদ্রা, সুতারখালি, ঢাকি, শিবসা নদ ও পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের ভেতরে বিভিন্ন খাল থেকে নিজেদের ইচ্ছেমতো এসব মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে।
বেশি লাভের আশায় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিও জড়িয়ে পড়েছেন এই ব্যবসায়। প্রতিদিন লাখো ঘনফুট বালু উত্তোলন করে সড়কসহ বিভিন্ন স্থাপনার কাজে প্রতি ফুট দুই থেকে আট টাকা দরে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন এ ব্যবসায়ীরা। কোনো কোনো স্থানে আবার রাস্তার ওপর ইট, বালু ও খোয়া দিয়ে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলন করা হয়। এ কারণে যানবাহন চলাচলে বিঘ্নসহ দুর্ঘটনাও ঘটছে।
এদিকে দাকোপ উপজেলা প্রশাসন ওই চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও তাদের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সরকারি ছুটির দিনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ যখন ব্যস্ত সময় পার করে, ঠিক তখনই বাজুয়া ও কৈলাশগঞ্জের মধ্যবর্তী চড়া নদে চলে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন।
সরেজমিনে গতকাল শনিবার উপজেলার বানিশান্তা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, বানিশান্তা খেজুরিয়া টিএ ফারুক স্কুলের সামনে খেজুরিয়া নদীতে চলছে বালু উত্তোলনের কাজ চলছে।
জানা যায়, এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী সাদ্দাম হোসেন তাঁর অবৈধ খননযন্ত্র দিয়ে চড়া নদ থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রি করছেন। এলাকার বেশির ভাগ মানুষের বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাঁরা এই কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এনায়েত মেম্বারের কাজ করছি। আপনাদের কিছু জানার বা বলার থাকলে তাকে গিয়ে বলুন।’
এ ছাড়া বর্তমানে উপজেলা সদর চালনা, বাজুয়া, লাউডোব, খুটাখালীসহ ৮-১০টি পয়েন্টে দেদারছে বালু উত্তোলন চলছে। এভাবে উত্তোলনের ফলে যেকোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি তপোক মণ্ডল তপু জানান, এই উপজেলা তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত এবং এক প্রকার বালুর ওপর ভেসে আছে। কিছুদিন আগেও লাউডোব ব্রিজের দুপাশে দুটি শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করেছে। এতে যেকোনো মুহূর্তে ক্ষতি হতে পারে ব্রিজ, গ্রামীণ কার্পেটিং রাস্তাসহ বিভিন্ন স্থাপনার।
এমনিতেই প্রতিনিয়ত নদীভাঙনে বাড়িঘর, ফসলি জমিসহ বেড়িবাঁধ বিলীন হচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের। এভাবে যত্রতত্র বালু উত্তোলন করলে শিগগির এই উপজেলা দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
প্রশাসন মাঝেমধ্যে দু-একজন ব্যবসায়ীকে জরিমানা করলেও এবং সভা-সমাবেশে আলোচনা-সমালোচনা হলেও কখনো থেমে নেই বালু উত্তোলন। অতি দ্রুত এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা উচিত বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন, ভূগর্ভস্থ বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বর্তমান কাজের দ্বারাই ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তন রোধে সবাইকেই সচেতন হতে হবে। অবৈধ বালু উত্তোলন রোধে জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার সংস্থা, গণমাধ্যম সবার দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করা উচিত।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে