আর কত বয়স হলে কার্ড পাবেন রাবেয়া বিবি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২২, ০৭: ২৭
আপডেট : ১৮ মে ২০২২, ১৭: ৪৫

রাবেয়া বিবি। জীবনের ৭০ বছর পার করেছেন। বয়সের ভারে ন্যুব্জ প্রায়। বার্ধক্যজনিত কারণে নানা রোগে-শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। লাঠি ভর দিয়েই তাঁকে হাঁটতে হয়। অনেক চেষ্টা করেছেন একটি বয়স্ক ভাতার কার্ড ও সরকারি ঘর পেতে। কিন্তু রাবেয়া বিবির ভাগ্যে জোটেনি কিছুই। এখন তিন বেলা খাবার জোটানোও তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে।

জানা গেছে, রাবেয়া বিবির বাড়ি নওগাঁ সদরের চন্ডিপুর ইউনিয়নের ঘনপাড়া গ্রামে। ওই গ্রামের প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী তিনি। স্বামী মারা গেছে অনেক আগেই। সংসার জীবনে তিন ছেলের মা রাবেয়া। তাঁরাও অভাবী। বর্তমানে অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েছেন রাবেয়া। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৫২ সালের ২৫ সেপ্টেম্বর।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাবেয়া বিবির বয়স আরও বেশি। রাবেয়ার দাবি, তাঁর বয়স ৮০ বছরের কাছাকাছি। এই বৃদ্ধ বয়সে তাঁর আক্ষেপ, এখনো তিনি পাননি বয়স্ক বা বিধরা ভাতার কার্ড, নেই থাকার মতো ঘর, পান না সরকারি কোনো সরকারি সহায়তা। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন তিনি। এতেও তাঁর কোনো লাভ হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাবেয়া বিবি বর্তমানে ভিক্ষা করে দুবেলার অন্ন জোগাড় করেন। টিন দিয়ে ঘেরা একটি ঘরে থাকেন। বৃষ্টির এলে ভিজে যান। ঝড়-বাতাসে উড়ে যায় টিন। এভাবেই চলছে রাবেয়ার দিন-রাত।

রাবেয়া বিবি বলেন, তিনি কয়েকবার স্থানীয় ইউপি সদস্যের কাছে বয়স্ক ভাতার জন্য অনুরোধ করেছেন। সাবেক ইউপি সদস্যের কাছেও গিয়েছেন একাধিকবার। কেউ তাঁকে বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড দেননি। এত ঘুরেও সরকারি কোনো সহায়তা না পেয়ে শেষ বয়সে তিনি হতাশ। তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভাতার কার্ড এবং একটি ঘরের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, বৃদ্ধা রাবেয়ার একটি ঘর খুবই প্রয়োজন। সরকারি ঘরের জন্য তাঁর নাম তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া খোঁজ-খবর নিয়ে দ্রুত বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থার করা হবে।

এ বিষয়ে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম রুবেল বলেন, রাবেয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। খোঁজ-খবর নিয়ে তাঁকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, বৃদ্ধা রাবেয়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে তাঁর বয়স্ক কিংবা বিধবা ভাতাসহ তার জমিতে একটি ঘর নির্মাণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত