Ajker Patrika

জেলায় করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৮
জেলায় করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন  নারীরা

টাঙ্গাইলে সম্প্রতি করোনাভাইরাসে নারীরাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁদের অধিকাংশই টিকা নেননি। সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে, হাসপাতালের ভর্তি হওয়া বেশির ভাগ করোনা রোগী নারী। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে টিকাও নিতে হবে।

এদিকে টাঙ্গাইলে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। এর মধ্যে নারী সাতজন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মাধুরী চন্দ্র পাল (৯৭) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হয়। তিনি টাঙ্গাইল পৌর শহরের কাগামারী পালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত করোনায় জেলায় মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ওই নারী গত ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সর্বশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি জেলায় করোনায় একজন মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, নিহত ওই বৃদ্ধা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি করোনার টিকা নেননি। এ ছাড়া তাঁর বয়স অনেক বেশি ছিল।

তিনি আরও বলেন,

এদিকে ২৭৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ ভাগ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, বর্তমানে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। করোনা রোগীদের জন্য ৫০ বেডের একটি আলাদা ইউনিট চালু রয়েছে। সেখানে বর্তমানে ২ জন করোনা রোগী ভর্তি রয়েছে। আরআইসিউতে ১০ জন রোগী ভর্তি রয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৬৫ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৯ জন। এখন পর্যন্ত মোট ৪০ হাজার ১১৪ জনকে কোয়ারেন্টিনে আনা হয়েছিল। এর মধ্যে ৩৮ হাজার ৮৮১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৯৮ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত