নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মঞ্চে উপচে পড়ছে আলো। বর্ণিল পোশাকে ভালোবাসার শুভেচ্ছা ছড়াচ্ছেন নৃত্যশিল্পীরা। একে একে চলে কণ্ঠ, নৃত্য, সংগীত, অ্যাক্রোবেটিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে মোট ৩৩টি পরিবেশনা। গতকাল শনিবার এমন আয়োজনে মুখরিত হয়ে উঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন। উপস্থিত শিল্পীরা ভিন্ন ভিন্ন জেলার, ভিন্ন ভিন্ন বয়সের, এরপরও তাঁদের মধ্যে একই রকম উদ্দীপনা। এ উৎসাহ-উদ্দীপনার কারণ, ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৪ সালের এদিন প্রতিষ্ঠিত হয় একাডেমি।
শিশু শিল্পী আদিত্য বলে, ‘আজকের পারফরমেন্সের জন্য আমরা অনেক রিহার্সাল করেছি। সেখানে আমাদের অনেক মজা হতো। আজকের পারফরমেন্স শেষ হলে প্রতিদিনের রিহার্সালের মজাটাও শেষ হয়ে যাবে। তারপরও ভালো লাগছে, এতগুলো দিন একসঙ্গে ছিলাম।’
শিল্পের উৎকর্ষ সাধন, সবার জন্য শিল্প-সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তা সম্প্রসারণের লক্ষ্যে ৪৮ বছর ধরে কাজ করে যাচ্ছে শিল্পকলা একাডেমি। গতকাল শনিবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথিকৃৎ উদ্বোধন, ৭ মার্চের ভাষণের রিলিফ ভাস্কর্যের পরিদর্শন, জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নম্বর গ্যালারি উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বেঁচে আছে। সংস্কৃতির প্রতিটি শাখায় শিল্পকলা একাডেমির বিচরণ। সব সময়ই শিল্পকলা দেশের সংস্কৃতির চর্চা ও বিকাশে বিশেষ ভূমিকা পালন করে গেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘সবার জন্যই শিল্প-সংস্কৃতি, অর্থাৎ ১৭ কোটি মানুষই এই সংস্কৃতির অংশ। আমাদের দেশের মানুষেরা শিল্পচর্চা না করলে সাংস্কৃতিক অঙ্গনে একটি লোডশেডিং হয়ে যাবে। তাই এই চর্চা অব্যাহত রাখতে হবে।’ মহাপরিচালক আরও জানান, ৮টি জেলায় শিল্পকলা একাডেমি চালু, ৫টি প্রকল্প বাস্তবায়ন, ১৬টি জেলায় শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণ, ৩০টি জেলায় কালচার সেন্টারসহ ২১ জন মনীষীর ওপর কালচার সেন্টার করা হবে।
শিল্পকলা একাডেমি প্রকাশিত ২৪টি গ্রন্থের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঞ্চে উপচে পড়ছে আলো। বর্ণিল পোশাকে ভালোবাসার শুভেচ্ছা ছড়াচ্ছেন নৃত্যশিল্পীরা। একে একে চলে কণ্ঠ, নৃত্য, সংগীত, অ্যাক্রোবেটিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলিয়ে মোট ৩৩টি পরিবেশনা। গতকাল শনিবার এমন আয়োজনে মুখরিত হয়ে উঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন। উপস্থিত শিল্পীরা ভিন্ন ভিন্ন জেলার, ভিন্ন ভিন্ন বয়সের, এরপরও তাঁদের মধ্যে একই রকম উদ্দীপনা। এ উৎসাহ-উদ্দীপনার কারণ, ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৪ সালের এদিন প্রতিষ্ঠিত হয় একাডেমি।
শিশু শিল্পী আদিত্য বলে, ‘আজকের পারফরমেন্সের জন্য আমরা অনেক রিহার্সাল করেছি। সেখানে আমাদের অনেক মজা হতো। আজকের পারফরমেন্স শেষ হলে প্রতিদিনের রিহার্সালের মজাটাও শেষ হয়ে যাবে। তারপরও ভালো লাগছে, এতগুলো দিন একসঙ্গে ছিলাম।’
শিল্পের উৎকর্ষ সাধন, সবার জন্য শিল্প-সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তা সম্প্রসারণের লক্ষ্যে ৪৮ বছর ধরে কাজ করে যাচ্ছে শিল্পকলা একাডেমি। গতকাল শনিবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথিকৃৎ উদ্বোধন, ৭ মার্চের ভাষণের রিলিফ ভাস্কর্যের পরিদর্শন, জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নম্বর গ্যালারি উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বেঁচে আছে। সংস্কৃতির প্রতিটি শাখায় শিল্পকলা একাডেমির বিচরণ। সব সময়ই শিল্পকলা দেশের সংস্কৃতির চর্চা ও বিকাশে বিশেষ ভূমিকা পালন করে গেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘সবার জন্যই শিল্প-সংস্কৃতি, অর্থাৎ ১৭ কোটি মানুষই এই সংস্কৃতির অংশ। আমাদের দেশের মানুষেরা শিল্পচর্চা না করলে সাংস্কৃতিক অঙ্গনে একটি লোডশেডিং হয়ে যাবে। তাই এই চর্চা অব্যাহত রাখতে হবে।’ মহাপরিচালক আরও জানান, ৮টি জেলায় শিল্পকলা একাডেমি চালু, ৫টি প্রকল্প বাস্তবায়ন, ১৬টি জেলায় শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণ, ৩০টি জেলায় কালচার সেন্টারসহ ২১ জন মনীষীর ওপর কালচার সেন্টার করা হবে।
শিল্পকলা একাডেমি প্রকাশিত ২৪টি গ্রন্থের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে