কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৪০
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯: ৪২

 জৈন্তাপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের তত্ত্বাবধানে গতকাল ব্যালট পেপার, ব্যালট বক্সসহ অন্যান্য সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়।

উপজেলার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ১০টি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ হতে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এ ছাড়া অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকবেন। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত কেন্দ্র বন্ধ করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫ ইউপির ৪৮টি কেন্দ্রে ২৬৩ কক্ষে ৯৪ হাজার ১৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অপরদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় আজ ভোরে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে বলে জানানো হয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, ‘সুষ্ঠু সুন্দর ভোট গ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি, অতীতের মতো জৈন্তাপুর উপজেলাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষ হবে। আইন-শৃঙ্খলা বাজায় রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত