Ajker Patrika

দিঠি ও অপু গাইলেন দেশাত্মবোধক গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দিঠি ও অপু গাইলেন দেশাত্মবোধক গান

গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন অপু আমান ও গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার। গানের শিরোনাম ‘আমাকে জানতে চেয়ো না, আমাকে মানতে চেয়ো না’। গানটির সুর করেছেন অপু আমান। রেকর্ডিং হয়েছে রাজধানীর বনশ্রীর একটি স্টুডিওতে।

এ প্রসঙ্গে দিঠি বলেন, ‘আব্বুর লেখা প্রতিটি গানই ভীষণ ভালো লাগার। প্রতিটি গানের কথার গভীরতা অনেক। অবশ্যই আমি গর্ব বোধ করি যে আমি গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে। আমার বাবাকে এই দেশ, দেশের মানুষ যে সম্মান, যে ভালোবাসা প্রদর্শন করে, তাতে আমার বুক গর্বে ভরে ওঠে। আব্বুর লেখা দেশাত্মবোধক এই গান রেকর্ড করার সময় কত স্মৃতি যে চোখের সামনে ভেসে উঠছিল, তা বলার মতো নয়!’

অপু আমান বলেন, ‘শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার চাচা মারা যাওয়ার কয়েক দিন আগে আমাকে কয়েকটি গান সুর করার জন্য বলেছিলেন। কয়েক দিন চেষ্টা করেও মনের মতো সুর করতে পারছিলাম না। একদিন চাচার কাছে গেলাম, চার-পাঁচ ঘণ্টা আড্ডা দিলাম। রাতে একসঙ্গে খেলাম। তারপর বাসায় এসে হারমোনিয়াম নিয়ে বসার পর এক ঘণ্টার মধ্যেই চাচার লেখা চারটি গানের সুর করলাম।

দেশাত্মবোধক এই গানও সেই সময়েই সুর করা। আমার সংগীতজীবনের অনেক বড় প্রাপ্তি যে চাচার গানের সুর করতে পেরেছি।’
জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ারের লেখা বেশ কিছু অপ্রকাশিত গান নিয়ে কাজ করছেন দিঠি। গানগুলো আগামী ডিসেম্বর মাসে একে একে গাজী মাজহারুল আনোয়ার নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত