বিনোদন ডেস্ক
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এবারের আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। আগামী ১১ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ভোট গ্রহণ হবে। এরপর ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ২৩ জানুয়ারি। গতকাল প্রকাশিত ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে টিকে আছে ১৫টি সিনেমা। এশিয়ার দুই সিনেমা ‘দ্য মং অ্যান্ড দ্য গান’ (ভুটান) ও ‘পারফেক্ট ডেজ’ (জাপান)সহ তালিকায় রয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘আইও ক্যাপিতানো’ (ইতালি), ‘দ্য প্রমিজড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) এবং ‘আমেরিকাৎসি’ (আর্মেনিয়া)। এর মধ্য থেকে পাঁচটি চলচ্চিত্র একাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।
মৌলিক গান বিভাগে জায়গা পেয়েছে বছরের ব্যবসাসফল সিনেমা ‘বার্বি’র তিনটি গান। সেগুলো হলো ডুয়া লিপার ‘ড্যান্স দ্য নাইট’, মার্ক রনসন ও এন্ড্রু ওয়াটের ‘আ’ম জাস্ট কেম’ এবং বিলি এইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নেই’। গতবার পুরস্কার জেতা ভারতের কোনো চলচ্চিত্রও তালিকায় জায়গা পায়নি। মালায়লাম সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ ভারত থেকে পাঠানো হয়েছিল অস্কারের মঞ্চে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী বছরের ১০ মার্চ। জিমি কিমেলের সঞ্চালনায় এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এবারের আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। আগামী ১১ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ভোট গ্রহণ হবে। এরপর ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ২৩ জানুয়ারি। গতকাল প্রকাশিত ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘দ্য কালার পার্পল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে টিকে আছে ১৫টি সিনেমা। এশিয়ার দুই সিনেমা ‘দ্য মং অ্যান্ড দ্য গান’ (ভুটান) ও ‘পারফেক্ট ডেজ’ (জাপান)সহ তালিকায় রয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘আইও ক্যাপিতানো’ (ইতালি), ‘দ্য প্রমিজড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) এবং ‘আমেরিকাৎসি’ (আর্মেনিয়া)। এর মধ্য থেকে পাঁচটি চলচ্চিত্র একাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।
মৌলিক গান বিভাগে জায়গা পেয়েছে বছরের ব্যবসাসফল সিনেমা ‘বার্বি’র তিনটি গান। সেগুলো হলো ডুয়া লিপার ‘ড্যান্স দ্য নাইট’, মার্ক রনসন ও এন্ড্রু ওয়াটের ‘আ’ম জাস্ট কেম’ এবং বিলি এইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নেই’। গতবার পুরস্কার জেতা ভারতের কোনো চলচ্চিত্রও তালিকায় জায়গা পায়নি। মালায়লাম সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ ভারত থেকে পাঠানো হয়েছিল অস্কারের মঞ্চে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী বছরের ১০ মার্চ। জিমি কিমেলের সঞ্চালনায় এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে