বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত জুনে নাটোরে ‘সংবাদ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সোহেল আরমান। এরপর ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতন—সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। অবশেষে জানা গেছে, আবারও শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
সোহেল আরমান বলেন, ‘গত জুনে টানা ১৪ দিন কাজ করে প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। এরপর দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই শেষ অংশের শুটিং শিডিউল চূড়ান্ত করব। এ বছরেই কাজ শেষ করে আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চাই।’
সিনেমার গল্পটা মূলত জমিদারি নিয়ে। ১৮৭২ সালের ঘটনা। এতে দেখা যাবে জমিদারবাড়িতে চুরি করার সময় ধরা পড়ে এক চোর। একপর্যায়ে সেই চোর জমিদারপুত্রকে চ্যালেঞ্জ করে বলে, একদিন সে-ই হবে জমিদার। জমিদারপুত্র সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। ঘটনাক্রমে চোর ও জমিদারপুত্র—দুজনেই প্রেমে পড়ে একই মেয়ের। সেই মেয়ের মন জয় করতে একে অপরকে হারানোর খেলায় মেতে ওঠে তারা। একসময় জমিদারপুত্রকে হারিয়ে জমিদার হয় সেই চোর। তাদের এই দ্বৈরথের মাঝে রয়েছে হৃদয়বিদারক এক গল্প। সেই গল্প ২৭ বছর পর এক সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পায়।
জমিদারপুত্রের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। জমিদারকে চ্যালেঞ্জ করা সেই চোরের ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডলকে। তাঁদের নায়িকা হিসেবে আছেন আইশা খান। আর সাংবাদিক চরিত্রে সালাহউদ্দিন লাভলু।
মহরতের সময় সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন তিন অভিনয়শিল্পী। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। সিনেমার গল্পে দর্শকদের জন্য চমক থাকবে।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘জমিদারদের শাসন ও শোষণের কথা ফুটে উঠবে এ সিনেমায়। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আশা করছি, সবার পছন্দ হবে।’
আইশা খান বলেন, ‘গল্পটা খুব ভালো লেগেছে, সে কারণেই কাজটি করতে চেয়েছি। আমার অভিনীত চরিত্রে বেশ চমক আছে, দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা জানালেন, ইতিমধ্যে জমিদারবাড়ির অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমার পাঁচটি গান ও নায়ক-নায়িকার কিছু দৃশ্যের শুটিং বাকি। সিনেমার সব কটি গান লিখেছেন এবং সুর করেছেন সোহেল আরমান। ভয়েস টুডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। চিত্রনাট্যে রয়েছেন সোহেল আরমান।
গত জুনে নাটোরে ‘সংবাদ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সোহেল আরমান। এরপর ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতন—সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। অবশেষে জানা গেছে, আবারও শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
সোহেল আরমান বলেন, ‘গত জুনে টানা ১৪ দিন কাজ করে প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। এরপর দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই শেষ অংশের শুটিং শিডিউল চূড়ান্ত করব। এ বছরেই কাজ শেষ করে আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চাই।’
সিনেমার গল্পটা মূলত জমিদারি নিয়ে। ১৮৭২ সালের ঘটনা। এতে দেখা যাবে জমিদারবাড়িতে চুরি করার সময় ধরা পড়ে এক চোর। একপর্যায়ে সেই চোর জমিদারপুত্রকে চ্যালেঞ্জ করে বলে, একদিন সে-ই হবে জমিদার। জমিদারপুত্র সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। ঘটনাক্রমে চোর ও জমিদারপুত্র—দুজনেই প্রেমে পড়ে একই মেয়ের। সেই মেয়ের মন জয় করতে একে অপরকে হারানোর খেলায় মেতে ওঠে তারা। একসময় জমিদারপুত্রকে হারিয়ে জমিদার হয় সেই চোর। তাদের এই দ্বৈরথের মাঝে রয়েছে হৃদয়বিদারক এক গল্প। সেই গল্প ২৭ বছর পর এক সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পায়।
জমিদারপুত্রের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। জমিদারকে চ্যালেঞ্জ করা সেই চোরের ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডলকে। তাঁদের নায়িকা হিসেবে আছেন আইশা খান। আর সাংবাদিক চরিত্রে সালাহউদ্দিন লাভলু।
মহরতের সময় সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন তিন অভিনয়শিল্পী। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। সিনেমার গল্পে দর্শকদের জন্য চমক থাকবে।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘জমিদারদের শাসন ও শোষণের কথা ফুটে উঠবে এ সিনেমায়। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আশা করছি, সবার পছন্দ হবে।’
আইশা খান বলেন, ‘গল্পটা খুব ভালো লেগেছে, সে কারণেই কাজটি করতে চেয়েছি। আমার অভিনীত চরিত্রে বেশ চমক আছে, দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা জানালেন, ইতিমধ্যে জমিদারবাড়ির অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমার পাঁচটি গান ও নায়ক-নায়িকার কিছু দৃশ্যের শুটিং বাকি। সিনেমার সব কটি গান লিখেছেন এবং সুর করেছেন সোহেল আরমান। ভয়েস টুডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। চিত্রনাট্যে রয়েছেন সোহেল আরমান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে