মীর রাকিব হাসান
বেশ কিছু সিনেমার মুক্তি আটকে আছে শুনলাম?
হ্যাঁ। ‘শান’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘হৃদিতা’, ‘ক্যাশ’, ‘মাসুদ রানা’ ও ‘গলুই’। এর মধ্যে ‘শান’ ছবিটি বছরের শুরুতে মুক্তির কথা ছিল। মুক্তির দুই দিন আগে স্থগিত করা হয়। খবরটা শুনে বেশ ভেঙে পড়েছিলাম। বড় বাজেটের সিনেমাটি মুক্তি পেলে দর্শক লুফে নিত। অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক এম রাহিম। কিন্তু কী করার! এটাই এখন বাস্তবতা।
নতুন সিনেমার খবর কী?
গত দুই বছরে অনেক কিছুই বদলে গেছে। আগে সিনেমার জন্য অডিশন হতো, মিটিং হতো, নানা রকমের প্রস্তুতি নিতে হতো। এরপর সময় নিয়ে শুটিং করা হতো। বছরজুড়ে ব্যস্ততা ছিল। এখন মুক্তির জন্য সিনেমাই আটকে আছে কতগুলো! এর মাঝে আবার নতুন কাজের জন্য বলছেন কেউ কেউ। কিন্তু হুট করে কিছু করছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে নতুন কোনো সিনেমার জন্য শিডিউল দেওয়া নেই, নতুন কোনো সিনেমা মুক্তিরও খবর নেই।
বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন?
সিনেমার মানুষের আসলে ভেঙে পড়ার কিছু নেই। সিনেমায় অভিনয় করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। রোজ মনমতো কাজের অফার আসবে না। নিয়মিত ব্যস্ত থাকাও সম্ভব হবে না। তবু কাজ করতে হবে। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই যে বড় সিনেমাগুলো মুক্তি পাওয়া শুরু হচ্ছিল। ইন্ডাস্ট্রির মানুষের যেন উৎসব শুরু হয়েছিল। আবার সব বন্ধ হয়ে গেছে, সবার মুখের হাসি চলে গেছে। এটাই সত্যি। শিগগিরই আবার ঘুরে দাঁড়াব, এটাই প্রত্যাশা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন মুখর। আপনার প্রত্যাশা কী?
এখনো শিল্পী সমিতির সদস্য হতে পারিনি। নির্বাচনের পরপরই সদস্য হব। রাজনীতি আমি একদমই বুঝি না। কে জিতল সেটা আমার কাছে বড় বিষয় নয়। যাঁরাই নির্বাচন করছেন, তাঁরা আমার গুরুজন। সবাইকে শ্রদ্ধা করি। তবে আমার মনে হয়, শিল্পীদের মাঝে আরও একতা থাকা উচিত।
নতুনদের জন্য কিছু করণীয় আছে বলে মনে করেন?
নতুনদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত। দেশীয় যাঁরা গুরুজন আছেন, এমনকি বিদেশি শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়ে তাঁদের অভিজ্ঞতা জানার সুযোগ করে দেওয়া উচিত। সেটা আমাদের জন্য শিক্ষণীয় হবে। কাজে উৎসাহ জোগাবে।
বেশ কিছু সিনেমার মুক্তি আটকে আছে শুনলাম?
হ্যাঁ। ‘শান’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘হৃদিতা’, ‘ক্যাশ’, ‘মাসুদ রানা’ ও ‘গলুই’। এর মধ্যে ‘শান’ ছবিটি বছরের শুরুতে মুক্তির কথা ছিল। মুক্তির দুই দিন আগে স্থগিত করা হয়। খবরটা শুনে বেশ ভেঙে পড়েছিলাম। বড় বাজেটের সিনেমাটি মুক্তি পেলে দর্শক লুফে নিত। অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন পরিচালক এম রাহিম। কিন্তু কী করার! এটাই এখন বাস্তবতা।
নতুন সিনেমার খবর কী?
গত দুই বছরে অনেক কিছুই বদলে গেছে। আগে সিনেমার জন্য অডিশন হতো, মিটিং হতো, নানা রকমের প্রস্তুতি নিতে হতো। এরপর সময় নিয়ে শুটিং করা হতো। বছরজুড়ে ব্যস্ততা ছিল। এখন মুক্তির জন্য সিনেমাই আটকে আছে কতগুলো! এর মাঝে আবার নতুন কাজের জন্য বলছেন কেউ কেউ। কিন্তু হুট করে কিছু করছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে নতুন কোনো সিনেমার জন্য শিডিউল দেওয়া নেই, নতুন কোনো সিনেমা মুক্তিরও খবর নেই।
বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন?
সিনেমার মানুষের আসলে ভেঙে পড়ার কিছু নেই। সিনেমায় অভিনয় করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। রোজ মনমতো কাজের অফার আসবে না। নিয়মিত ব্যস্ত থাকাও সম্ভব হবে না। তবু কাজ করতে হবে। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এই যে বড় সিনেমাগুলো মুক্তি পাওয়া শুরু হচ্ছিল। ইন্ডাস্ট্রির মানুষের যেন উৎসব শুরু হয়েছিল। আবার সব বন্ধ হয়ে গেছে, সবার মুখের হাসি চলে গেছে। এটাই সত্যি। শিগগিরই আবার ঘুরে দাঁড়াব, এটাই প্রত্যাশা।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন মুখর। আপনার প্রত্যাশা কী?
এখনো শিল্পী সমিতির সদস্য হতে পারিনি। নির্বাচনের পরপরই সদস্য হব। রাজনীতি আমি একদমই বুঝি না। কে জিতল সেটা আমার কাছে বড় বিষয় নয়। যাঁরাই নির্বাচন করছেন, তাঁরা আমার গুরুজন। সবাইকে শ্রদ্ধা করি। তবে আমার মনে হয়, শিল্পীদের মাঝে আরও একতা থাকা উচিত।
নতুনদের জন্য কিছু করণীয় আছে বলে মনে করেন?
নতুনদের নিয়ে বেশি বেশি কর্মশালা হওয়া উচিত। দেশীয় যাঁরা গুরুজন আছেন, এমনকি বিদেশি শিল্পীদেরও আমন্ত্রণ জানিয়ে তাঁদের অভিজ্ঞতা জানার সুযোগ করে দেওয়া উচিত। সেটা আমাদের জন্য শিক্ষণীয় হবে। কাজে উৎসাহ জোগাবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে