Ajker Patrika

ইপিজেড স্থাপনের দাবিতে গণসমাবেশ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ২৬
ইপিজেড স্থাপনের দাবিতে গণসমাবেশ

গাইবান্ধা শহর হতে পলাশবাড়ী উপজেলার মধ্যবর্তী ঢোলভাংগা-সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আয়োজনে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড একরাম হোসেন বাদল।

বক্তব্য দেন, জেলা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল-নান্নু, সহ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন, জাসদ জেলা কমিটির সভাপতি গোলাম ফারুক মনা, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মৃদুল কান্তি, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, শিক্ষক নেতা নেয়ামুল হাসান পামেল, স্থানীয় আওয়ামী লীগ নেতা চঞ্চল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা আবদুল ওয়ারেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত