অপেক্ষায় ডিপজলের ৫ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০৬: ১৯
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৮: ৩৭

মুক্তির অপেক্ষায় রয়েছে মনোয়ার হোসেন ডিপজলের পাঁচ সিনেমা। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে সিনেমাগুলো। সিনেমা পাঁচটি হচ্ছে ‘অমানুষ হলো মানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ঘর ভাঙ্গা সংসার’ ও ‘জিম্মি’। পাঁচটি সিনেমাই পরিচালনা করেছেন বহু সুপারহিট সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর।

ডিপজল বলেন, ‘দুই বছর আগে ঘোষণা দিয়েছিলাম প্রত্যেক মাসে একটি সিনেমা মুক্তি দেব। ১২ মাসে ১২টি। কিন্তু করোনা ও লকডাউনের কারণে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। করোনা অনেকটা স্বাভাবিক হলে সিনেমাগুলো নির্মাণ শুরু করি। একটানা কাজ করে পাঁচটি সিনেমা তৈরি করেছি। এগুলো এখন প্রতি দেড় মাস পরপর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি, আগস্টের শেষ সপ্তাহ থেকে সিনেমাগুলো মুক্তি দেওয়া শুরু করতে পারব। এই সপ্তাহে সিনেমাগুলো সেন্সরে জমা দেওয়া শুরু করব।’

শুরুতে বাংলার হারকিউলিস সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিপজল। এরপর ঘর ভাঙ্গা সংসার। এভাবে পর্যায়ক্রমে বাকিগুলোও সেন্সর করে মুক্তি দেওয়া হবে। ডিপজল বলেন, ‘সিনেমার বাজার সৃষ্টি করতে এখন ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি দিয়ে দর্শককে হলে আনা প্রয়োজন। পরপর যদি সিনেমা মুক্তি দেওয়া হয়, দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। সিনেমা যদি তাদের সামনে হাজির করা না হয়, তাহলে তারা দেখবে কীভাবে? এই উপলব্ধি থেকে একের পর এক সিনেমা মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

এখন সময় বদলেছে, দর্শকের মনমানসিকতাও বদলেছে। এ বিষয়টি মাথায় রেখে এবং আমাদের সিনেমার ঐতিহ্যকে ধারণ করেই সিনেমাগুলো নির্মাণ করেছেন বলে জানালেন ডিপজল। তিনি বলেন, ‘দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি জানি, দর্শক কেমন গল্প আর কী ধরনের সিনেমা দেখতে পছন্দ করে। এসব মাথায় রেখেই সিনেমাগুলো নির্মাণ করেছি। আমাদের সিনেমা দেখার দর্শক এখনো আছে। প্রয়োজন শুধু তাদের পছন্দের সিনেমা নির্মাণ করে উপহার দেওয়া।’

শুধু এই পাঁচ সিনেমা মুক্তির মধ্যেই কার্যক্রম থেমে থাকছে না। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নতুন সিনেমা নির্মাণ শুরু করবেন এই চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা। তিনি বলেন, ‘একদিকে সিনেমা মুক্তি দেব, আরেক দিকে নতুন সিনেমা নির্মাণ করব। আমি আমার অবস্থান থেকে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব। অন্যদেরও চলচ্চিত্র মুক্তির ধারাবাহিকতা ধরে রাখতে এগিয়ে আসতে হবে। তাহলে, আবার আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত