নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবেশী দেশগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তে হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনার দুই দিন পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দরে এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। ফলে ভারত থেকে যেসব যাত্রী বা ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করছেন, তাঁদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে গত সোমবার বিমানবন্দরে ৪ চীনার দেহে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে করোনায় নতুন শঙ্কা দেখা দিয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে বলেন, আক্রান্ত ৪ চীনা এখন আইসোলেশনে। তাঁদের দেহে কোন ধরন বা উপধরন রয়েছে তা জানতে লাগবে অন্তত এক সপ্তাহ। তবে ওই ফ্লাইটে আসা অন্য যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাঁদের শনাক্ত করা ও কোয়ারেন্টিনের আওতায় আনা খুবই কঠিন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর, স্থল ও নৌপথে হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত দুই দিন যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘুরে যাত্রীসহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী কারও মধ্যে সচেতনতা চোখে পড়েনি। ইমিগ্রেশনে সুরক্ষা বুথ ও থার্মাল স্ক্যানার থাকলেও কার্যক্রম নেই। ভারত থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ দেখার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আবদুল মজিদ জানান, ‘মৌখিক নির্দেশনা পেয়েছি। দ্রুত করোনা প্রতিরোধক সব ধরনের সুরক্ষা নেওয়া হবে।’
তবে কিছুটা ভালো অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে। প্রতিবেশী দেশ ভারতে নতুন ধরন শনাক্ত হওয়ায় এই চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, সন্দেহভাজন যাত্রী পাওয়া গেলে তাঁদের নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলগুলো নির্ধারণ করে দেবে সরকার। তবে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে সন্দেহভাজন ব্যক্তির মাধ্যমে করোনা ছড়িয়ে পড়তে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে এই নির্দেশনা মানবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. আবু জামিল ফয়সাল বলেন, ‘করোনার শুরু থেকেই আমাদের কোয়ারেন্টিন ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এখন তো পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। সেখানে মানুষ নিজে থেকে থাকবেন এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। শুধু রাখলে তো হবে না, তাঁদের দেখাশোনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
গত সোমবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ১৫ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। দেশের কোথাও ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেশী দেশগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তে হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনার দুই দিন পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দরে এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। ফলে ভারত থেকে যেসব যাত্রী বা ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করছেন, তাঁদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে গত সোমবার বিমানবন্দরে ৪ চীনার দেহে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে করোনায় নতুন শঙ্কা দেখা দিয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে বলেন, আক্রান্ত ৪ চীনা এখন আইসোলেশনে। তাঁদের দেহে কোন ধরন বা উপধরন রয়েছে তা জানতে লাগবে অন্তত এক সপ্তাহ। তবে ওই ফ্লাইটে আসা অন্য যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাঁদের শনাক্ত করা ও কোয়ারেন্টিনের আওতায় আনা খুবই কঠিন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর, স্থল ও নৌপথে হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত দুই দিন যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘুরে যাত্রীসহ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী কারও মধ্যে সচেতনতা চোখে পড়েনি। ইমিগ্রেশনে সুরক্ষা বুথ ও থার্মাল স্ক্যানার থাকলেও কার্যক্রম নেই। ভারত থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ দেখার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আবদুল মজিদ জানান, ‘মৌখিক নির্দেশনা পেয়েছি। দ্রুত করোনা প্রতিরোধক সব ধরনের সুরক্ষা নেওয়া হবে।’
তবে কিছুটা ভালো অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে। প্রতিবেশী দেশ ভারতে নতুন ধরন শনাক্ত হওয়ায় এই চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, সন্দেহভাজন যাত্রী পাওয়া গেলে তাঁদের নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলগুলো নির্ধারণ করে দেবে সরকার। তবে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে সন্দেহভাজন ব্যক্তির মাধ্যমে করোনা ছড়িয়ে পড়তে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে এই নির্দেশনা মানবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. আবু জামিল ফয়সাল বলেন, ‘করোনার শুরু থেকেই আমাদের কোয়ারেন্টিন ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এখন তো পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। সেখানে মানুষ নিজে থেকে থাকবেন এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। শুধু রাখলে তো হবে না, তাঁদের দেখাশোনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
গত সোমবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ১৫ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। দেশের কোথাও ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে