Ajker Patrika

চাঁদাবাজি বন্ধে চালকদের বিক্ষোভ

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১: ৫৪
চাঁদাবাজি বন্ধে চালকদের বিক্ষোভ

চাঁদা আদায় বন্ধের দাবিতে দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এ সময় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় এক ঘণ্টা পর দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনাস্থলে এসে চাঁদা আদায় বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারীরা জানান, দেবিদ্বার পৌর এলাকার সাতটি স্থানে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করা হয়। এটি স্থানীয়ভাবে ‘জিবি’ হিসেবে পরিচিত। চাঁদা দিতে ব্যর্থ হলে মারধর করা হয় বলে অভিযোগ করেন চালকেরা।

চাঁদা দেওয়ার রসিদ দেখিয়ে অটোরিকশার চালকেরা বলেন, দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা যদি একজন অটোরিকশার চালককে জিবি দিতে হয়, তাহলে তিনি তাঁর পরিবার নিয়ে কীভাবে চলবেন! সড়কে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। তা না হলে সাবই মিলে কঠোর আন্দোলনে নামবেন তাঁরা।

পৌরসভা রিকশা, ভ্যান, অটো শ্রমিক সংগঠনের সভাপতি মো. আবদুল হালিম বলেন, সড়কে প্রতিদিন বিভিন্ন নির্যাতনের শিকার হন শ্রমিকেরা। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এরপরও অভিযুক্তরা বেপরোয়া। জোর করে গাড়ির চাবি নিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালাগালি করে তারা।

পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন বলেন, পান্নারপুলসহ পৌর এলাকার সাতটি স্থানে জোর করে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয়। না দিলে চালকদের মারধর করা হয়।

অটোরিকশার চালকদের বিক্ষোভ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চালকেরা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পুলিশ গিয়ে অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আমি পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের দাবি যৌক্তিক। সড়কে চাঁদা আদায় বন্ধে সব ধরনের ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত