রানা আব্বাস, হোবার্ট থেকে
সকালে ব্রিসবেন থেকে মেলবোর্নে এসেই বৃষ্টির দমকটা বোঝা গেল। বৈরী আবহাওয়ায় প্রায় দুই ঘণ্টা ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশ দলের হোবার্টে পৌঁছাতে পৌঁছাতে লেগে গেল স্থানীয় সময় বিকেল ৩টা। হোবার্টেও অবিরাম বাদলধারায় সিক্ত সাকিবরা।
আগের সূচিতে দুপুরে হোবার্টে এসে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। বৃষ্টিবাধা আর দেরিতে পৌঁছানোয় এই পরিকল্পনা পরে বাতিল। পাহাড়, হ্রদ আর তাসমান সাগরে ঘেরা ছবির মতো সুন্দর হোবার্টে খেলতে বাংলাদেশ এই প্রথম এল। অচেনা এই হোবার্টকে চিনতে, বুঝতে সাকিবরা পাচ্ছেন শুধু আজকের দিনটা। আগামীকাল এখানেই নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাঁদের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ আজ স্থানীয় সময় সকালে অনুশীলন ম্যাচ ভেন্যু বেলেরিভ ওভালে নয়, শহরের আরেক ভেন্যু কিংসটন টুইন ওভালে। হোবার্টে গতকাল নেমেই বোঝা গেছে, ঠান্ডা কাকে বলে। তাসমান সাগরের মাঝে জেগে থাকা অস্ট্রেলিয়ার একেবারের দক্ষিণের এই ভূখণ্ডে রাতে তাপমাত্রা নেমে আসে ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে। আর সাগর থেকে ধেয়ে আসা কনকনে বাতাস তো আছেই।
ব্রিসবেনে অনুশীলন ব্যাহত হয়েছে বৃষ্টিবাধায়। হোবার্টেও মাত্র এক দিনের অনুশীলন, সেটিও বৈরী আবহাওয়া ঠিকঠাক হয় কি না, নিশ্চিত নয়। দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল দলের প্রস্তুতি নিয়ে বললেন, ‘আশা করি এটা সমস্যা হবে না। তার আগে কদিন অনুশীলন হয়েছে। খেলোয়াড়েরা তৃপ্ত, কোচও সন্তুষ্ট, যতদিন সেখানে অনুশীলন হয়েছে। অনুশীলন ম্যাচটা হলে ভালো হতো, ম্যাচ খেলার তো বিকল্প নেই। অবশ্যই, একটা ক্ষতি। আবার এখানে শুনছি যে আবহাওয়ার পূর্বাভাসে আগামী কদিন বৃষ্টি আছে। বৃষ্টি হতে থাকলে অনুশীলনে ব্যাঘাত ঘটবেই। তবু মনে করি, যতটা অনুশীলন হয়েছে, সবাই প্রস্তুত।’
বৃষ্টিতে অনুশীলন ঠিকঠাক হয়নি, দল আছে টানা হারের মধ্যে। তবু জালাল ইউনুসের দাবি, দলের সবাই আত্মবিশ্বাসী, সবার মনোবল অনেক উঁচুতে আছে। কীসের ওপর ভর করে সবার মনোবল উঁচুতে, এ প্রশ্নে জালালের ব্যাখ্যা, ‘কোনো কারণ নেই। না হলে ম্যাচ খেলবেন কীভাবে? এই পর্যায়ে ক্রিকেট খেলতে হলে আপনাকে (মানসিকভাবে) শক্ত হতে হবে। তারা আশা করছে আগামী ম্যাচ ভালো করবে।’
ভালো করতে প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও সব দলকেই শক্তিশালী মনে করছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে এবার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় তারা। গতকাল হোবার্ট বিমানবন্দরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে দেখা হতেই রসিকতা করে জানতে চাইলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো যদি তাঁদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিতে হতো, তাহলে পরিস্থিতি কী দাঁড়াত? তাঁর পাশে থাকা এক ক্রিকেটার অনুচ্চ স্বরে বললেন, ‘মনে হয় দেশে ফেরা যেত না!’ একগাল হেসে নান্নুও তাঁর সঙ্গে একমত।
কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপটা রাঙিয়েই দেশে ফেরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। গত ১৪ বছরে এই টুর্নামেন্টে একটি ম্যাচও না জেতা বাংলাদেশকে অন্তত নেদারল্যান্ডস-জিম্বাবুয়েকে হারাতে পারবে না? নান্নুর সতর্কবাণী, সব দলই এখন শক্তিশালী। তারা দুর্দান্ত খেলেই সুপার টুয়েলভে উঠেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে এরই মধ্যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশি ম্যাচ খেলে ফেলেছে।
অথচ হোবার্টের কঠিন কন্ডিশনে বাংলাদেশ মানিয়ে নিতে সময় পাচ্ছে মোটে এক দিন।
সকালে ব্রিসবেন থেকে মেলবোর্নে এসেই বৃষ্টির দমকটা বোঝা গেল। বৈরী আবহাওয়ায় প্রায় দুই ঘণ্টা ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশ দলের হোবার্টে পৌঁছাতে পৌঁছাতে লেগে গেল স্থানীয় সময় বিকেল ৩টা। হোবার্টেও অবিরাম বাদলধারায় সিক্ত সাকিবরা।
আগের সূচিতে দুপুরে হোবার্টে এসে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। বৃষ্টিবাধা আর দেরিতে পৌঁছানোয় এই পরিকল্পনা পরে বাতিল। পাহাড়, হ্রদ আর তাসমান সাগরে ঘেরা ছবির মতো সুন্দর হোবার্টে খেলতে বাংলাদেশ এই প্রথম এল। অচেনা এই হোবার্টকে চিনতে, বুঝতে সাকিবরা পাচ্ছেন শুধু আজকের দিনটা। আগামীকাল এখানেই নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাঁদের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ আজ স্থানীয় সময় সকালে অনুশীলন ম্যাচ ভেন্যু বেলেরিভ ওভালে নয়, শহরের আরেক ভেন্যু কিংসটন টুইন ওভালে। হোবার্টে গতকাল নেমেই বোঝা গেছে, ঠান্ডা কাকে বলে। তাসমান সাগরের মাঝে জেগে থাকা অস্ট্রেলিয়ার একেবারের দক্ষিণের এই ভূখণ্ডে রাতে তাপমাত্রা নেমে আসে ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে। আর সাগর থেকে ধেয়ে আসা কনকনে বাতাস তো আছেই।
ব্রিসবেনে অনুশীলন ব্যাহত হয়েছে বৃষ্টিবাধায়। হোবার্টেও মাত্র এক দিনের অনুশীলন, সেটিও বৈরী আবহাওয়া ঠিকঠাক হয় কি না, নিশ্চিত নয়। দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল দলের প্রস্তুতি নিয়ে বললেন, ‘আশা করি এটা সমস্যা হবে না। তার আগে কদিন অনুশীলন হয়েছে। খেলোয়াড়েরা তৃপ্ত, কোচও সন্তুষ্ট, যতদিন সেখানে অনুশীলন হয়েছে। অনুশীলন ম্যাচটা হলে ভালো হতো, ম্যাচ খেলার তো বিকল্প নেই। অবশ্যই, একটা ক্ষতি। আবার এখানে শুনছি যে আবহাওয়ার পূর্বাভাসে আগামী কদিন বৃষ্টি আছে। বৃষ্টি হতে থাকলে অনুশীলনে ব্যাঘাত ঘটবেই। তবু মনে করি, যতটা অনুশীলন হয়েছে, সবাই প্রস্তুত।’
বৃষ্টিতে অনুশীলন ঠিকঠাক হয়নি, দল আছে টানা হারের মধ্যে। তবু জালাল ইউনুসের দাবি, দলের সবাই আত্মবিশ্বাসী, সবার মনোবল অনেক উঁচুতে আছে। কীসের ওপর ভর করে সবার মনোবল উঁচুতে, এ প্রশ্নে জালালের ব্যাখ্যা, ‘কোনো কারণ নেই। না হলে ম্যাচ খেলবেন কীভাবে? এই পর্যায়ে ক্রিকেট খেলতে হলে আপনাকে (মানসিকভাবে) শক্ত হতে হবে। তারা আশা করছে আগামী ম্যাচ ভালো করবে।’
ভালো করতে প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও সব দলকেই শক্তিশালী মনে করছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে এবার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় তারা। গতকাল হোবার্ট বিমানবন্দরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে দেখা হতেই রসিকতা করে জানতে চাইলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো যদি তাঁদের টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিতে হতো, তাহলে পরিস্থিতি কী দাঁড়াত? তাঁর পাশে থাকা এক ক্রিকেটার অনুচ্চ স্বরে বললেন, ‘মনে হয় দেশে ফেরা যেত না!’ একগাল হেসে নান্নুও তাঁর সঙ্গে একমত।
কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপটা রাঙিয়েই দেশে ফেরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। গত ১৪ বছরে এই টুর্নামেন্টে একটি ম্যাচও না জেতা বাংলাদেশকে অন্তত নেদারল্যান্ডস-জিম্বাবুয়েকে হারাতে পারবে না? নান্নুর সতর্কবাণী, সব দলই এখন শক্তিশালী। তারা দুর্দান্ত খেলেই সুপার টুয়েলভে উঠেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে এরই মধ্যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশি ম্যাচ খেলে ফেলেছে।
অথচ হোবার্টের কঠিন কন্ডিশনে বাংলাদেশ মানিয়ে নিতে সময় পাচ্ছে মোটে এক দিন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে