Ajker Patrika

হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৪৭
হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

সুনামগঞ্জের দিরাইয়ের আলোচিত রুহেদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ আহমেদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাত ১১টার দিকে সিলেট শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ২টার দিকে দিরাই থানায় হস্তান্তর করা হয়।

প্রদীপ রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, হত্যা মামলার আসামি প্রদীপ রায়কে আদালতে পাঠানো হয়েছে।

দিরাই থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেন। ওই মামলায় প্রদীপ রায়কে প্রধান আসামি করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর বিকেলে উদির হাওর জলমহালের দখল নিয়ে উপজেলার ভাটিপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের আওয়ামী লীগের নেতা কাজল নূরের পক্ষের রুহেদ মিয়া নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ‘বিশেষ বৈঠক’, ব্যাখ্যা চাইল সদর দপ্তর

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

নতুন বাহিনীর প্রস্তাবে অসন্তোষ বেবিচকে

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই–মেইল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত