খান রফিক, বরিশাল
বিভাগের সবচেয়ে মর্যাদার আসন বরিশাল-১ (সদর) নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। নগরসংলগ্ন এই সদর উপজেলার সাংগঠনিক দুর্বলতায় গেল জেলা পরিষদ নির্বাচনে সেখানকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলীয় সদস্য প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ বছরেও জেলা আওয়ামী লীগের সম্মেলন করতে না পারার জন্য সদরের সম্মেলন না হওয়াকে দায়ী করেও হতাশা প্রকাশ করা হয়।
জাতীয় সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা সদরের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বরিশাল ক্লাবে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া বর্ধিত সভার বক্তব্যে নগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন, ‘কিছুদিন আগে যে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, সেখানে আমাদের দলীয় সদস্য প্রার্থী ভোট পাননি। অধিকাংশ কাউন্সিলর বিএনপি-জামায়াতের। আমরা দল ভারী করার জন্য বিএনপি-জামায়াতকে স্থান দিচ্ছি।’
জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নু সভায় বলেন, তিনি গত নির্বাচনে ১৩৩টি ভোটের ২৩টি পেয়েছেন, যা দুঃখজনক। এখানে আওয়ামী লীগের লোকজনই তাঁকে ভোট দেননি।
জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর সভায় বলেন, সবাই অভিনন্দন জানালেও মন্ত্রী এবং সদরের সংসদ সদস্য শুভেচ্ছা জানাননি। সদরের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম আওয়ামী লীগের লোক কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, সামনে দুটি নির্বাচন। একটি সিটি অন্যটি জাতীয়। আজকে যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় না যেতে পারে, মনে রাখবেন একজনও ঘরে থাকতে পারবেন না। অনেকের প্রতি ক্ষোভ থাকতে পারে। তবে সদরের আসন পেতেই হবে। যে-ই নৌকা পাক তাঁর পক্ষে কাজ করতে হবে।
জানতে চাইলে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করে তাঁরা সদরের সম্মেলন করার চেষ্টা করবেন। সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে বলেন, এর জবাব তাঁরা দলকে দেবেন। জেলা পরিষদের নির্বাচনে দলীয় সদস্য প্রার্থীর পরাজয়ে সদর উপজেলার জনপ্রতিনিধিদের দায়ী করা প্রসঙ্গে বলেন, ‘এ বিষয় আমাদের কিছুই করার ছিল না। ভোট দিয়েছেন ভোটাররা।’
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জানান, তাঁরা চেষ্টা করছেন জাতীয় সম্মেলনের আগে জেলার সম্মেলন করার। কিন্তু সদর উপজেলার সম্মেলনই তো করতে পারছেন না। জেলা পরিষদে দলীয় সদস্য প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ওটা অন্য হিসাব। তিনি স্বীকার করেন জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রায় ১০ বছর ধরে হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলন হবে। কিন্তু সদরের অজুহাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মেলনও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিভাগের সবচেয়ে মর্যাদার আসন বরিশাল-১ (সদর) নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। নগরসংলগ্ন এই সদর উপজেলার সাংগঠনিক দুর্বলতায় গেল জেলা পরিষদ নির্বাচনে সেখানকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলীয় সদস্য প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগ উঠেছে। ১০ বছরেও জেলা আওয়ামী লীগের সম্মেলন করতে না পারার জন্য সদরের সম্মেলন না হওয়াকে দায়ী করেও হতাশা প্রকাশ করা হয়।
জাতীয় সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা সদরের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বরিশাল ক্লাবে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া বর্ধিত সভার বক্তব্যে নগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বলেন, ‘কিছুদিন আগে যে জেলা পরিষদ নির্বাচন হয়েছে, সেখানে আমাদের দলীয় সদস্য প্রার্থী ভোট পাননি। অধিকাংশ কাউন্সিলর বিএনপি-জামায়াতের। আমরা দল ভারী করার জন্য বিএনপি-জামায়াতকে স্থান দিচ্ছি।’
জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন চুন্নু সভায় বলেন, তিনি গত নির্বাচনে ১৩৩টি ভোটের ২৩টি পেয়েছেন, যা দুঃখজনক। এখানে আওয়ামী লীগের লোকজনই তাঁকে ভোট দেননি।
জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর সভায় বলেন, সবাই অভিনন্দন জানালেও মন্ত্রী এবং সদরের সংসদ সদস্য শুভেচ্ছা জানাননি। সদরের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম আওয়ামী লীগের লোক কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, সামনে দুটি নির্বাচন। একটি সিটি অন্যটি জাতীয়। আজকে যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় না যেতে পারে, মনে রাখবেন একজনও ঘরে থাকতে পারবেন না। অনেকের প্রতি ক্ষোভ থাকতে পারে। তবে সদরের আসন পেতেই হবে। যে-ই নৌকা পাক তাঁর পক্ষে কাজ করতে হবে।
জানতে চাইলে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করে তাঁরা সদরের সম্মেলন করার চেষ্টা করবেন। সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে বলেন, এর জবাব তাঁরা দলকে দেবেন। জেলা পরিষদের নির্বাচনে দলীয় সদস্য প্রার্থীর পরাজয়ে সদর উপজেলার জনপ্রতিনিধিদের দায়ী করা প্রসঙ্গে বলেন, ‘এ বিষয় আমাদের কিছুই করার ছিল না। ভোট দিয়েছেন ভোটাররা।’
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জানান, তাঁরা চেষ্টা করছেন জাতীয় সম্মেলনের আগে জেলার সম্মেলন করার। কিন্তু সদর উপজেলার সম্মেলনই তো করতে পারছেন না। জেলা পরিষদে দলীয় সদস্য প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ওটা অন্য হিসাব। তিনি স্বীকার করেন জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রায় ১০ বছর ধরে হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলন হবে। কিন্তু সদরের অজুহাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মেলনও অনিশ্চিত হয়ে পড়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে