Ajker Patrika

শেষ মুহূর্তে ধান ঘরে তুলতে ব্যস্ত শান্তিগঞ্জের কৃষক

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেষ মুহূর্তে ধান ঘরে তুলতে ব্যস্ত শান্তিগঞ্জের কৃষক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শেষ মুহূর্তে বোরো ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার নাগডোরা, দাউড়িকান্দি, দেখার হাওর, সাংহাইর হাওর, কাউয়াজুরী হাওর, জামখোলা হাওরসহ ছোট-বড় ২৩টি হাওরে ধান কাটা-মাড়াই করছেন কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট বড় ২৩টি হাওরে মোট ১৮ হাজার ৩১৫ হেক্টর ও হাওরের বাইরে ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইতিমধ্যে ৯৭ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। এ বছর ধান কাটতে শ্রমিক সংকট থাকলেও সরকার ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার দেওয়ায় ধান কাটা সহজ হয়েছে।  

কৃষকেরা বলছেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগে ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে অন্য জেলা থেকে শ্রমিক না আসায় ধান কাটা নিয়ে বিপাকে পড়তে হয় তাঁদের।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, ‘শান্তিগঞ্জে গত শুক্রবার পর্যন্ত প্রায় ৯৮ ভাগ ধান কাটা হয়েছে। আশা করছি, আগামী দুই/তিন দিনের মধ্যে সব কটি হাওরে ধান কাটা শেষ হবে। আগাম বন্যার শঙ্কা অনেকটাই কেটে যাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এ বছর ২২ হাজার হেক্টর বোরোর আবাদ হয়েছিল।’

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান বলেন, শান্তিগঞ্জ উপজেলার সব কটি হাওরে বোরো ধান কাটা বাকি আছে ১-২ ভাগ। তবে আর ২-৩ দিন গেলে শতভাগ ধান কাটা শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত