নাজিম আল শমষের
প্রশ্ন: টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে কতটা খুশি?
সাজুরাম গোয়াত: তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাবাডির শিরোপা জয়। আমার ছেলেরা ফাইনালে অসাধারণ খেলেছে। ছেলেদের নিয়ে আমি ভীষণ গর্বিত।
প্রশ্ন: দলের এই পারফরম্যান্স আপনাকে বিশ্বকাপে ভালো করতে কতটা আশা জোগাচ্ছে? যেখানে ভারত, পাকিস্তান, ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষ আছে।
সাজুরাম: ভারত আমাদের চেয়ে হয়তো এগিয়ে কিন্তু আমাদের ছেলেরাও অনেক উন্নতি করেছে। গত বছর এই টুর্নামেন্টে ছেলেরা খুব আহামরি কিছু করেনি কিন্তু এবার তারা দারুণ খেলেছে। তাদের খেলা দেখে আমি ভালো কিছু আশা করতেই পারি। আমার তো মনে হয় বিশ্বকাপে একটা পদক জিততেও পারি।
প্রশ্ন: এই বছর এশিয়ান গেমস আছে। এশিয়ান গেমসে কি পদক জেতা সম্ভব?
সাজুরাম: এশিয়ান গেমসে একটা পদক জেতা খুব সম্ভব। আমি সোনা-রুপার আশা করছি না; তবে ব্রোঞ্জ জয় কঠিন কিছু নয়। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। আমি শতভাগ নিশ্চিত, বাংলাদেশ এশিয়ান গেমসে পদক জিতবে। বিশ্বকাপেও জিতবে। আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। তাদের আমি তিন বছর ধরে দেখছি। তারা দারুণ উন্নতি করেছে এই সময়ে।
প্রশ্ন: বঙ্গবন্ধু কাবাডির তিনটি পর্ব হয়ে গেল। অথচ ভারত, পাকিস্তানের মতো বড় দলগুলো এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলল না। এই দলগুলো না থাকায় কি আফসোস হয়?
সাজুরাম: যে দলগুলোর কথা বললেন, তারা এবার টুর্নামেন্টে খেলত। কিন্তু এবার টুর্নামেন্ট বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ায় এদের আমন্ত্রণ জানানো হয়নি। ভারত, পাকিস্তান, ইরান এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। আয়োজকেরা তাদের তাই আমন্ত্রণ জানায়নি। তারা চেয়েছিল, এশিয়ার অন্য দলগুলো যেন সহজেই এখানে খেলে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে। পরেরবার এই সমস্যা নেই। পরের আসরে দেখবেন, সব বড় দলই এখানে খেলছে।
প্রশ্ন: র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে, বাংলাদেশ আছে পাঁচে। ইরান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াও বাংলাদেশের চেয়ে এগিয়ে। বড় দলগুলোর সঙ্গে র্যাঙ্কিংয়ের পার্থক্যটা কীভাবে কমিয়ে আনা যায়?
সাজুরাম: ফেডারেশনের উচিত দলকে ভারতে প্রশিক্ষণে পাঠানো। ফাঁকা সময়ে বড় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলানো উচিত। আমার দলের অন্য কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা আছে। তারা আন্তর্জাতিক ম্যাচ কম খেলে। তাদের ম্যাচের অভিজ্ঞতা কম। ভারতের খেলোয়াড়েরা ঘরোয়া ম্যাচ খেলে প্রচুর। নিজেদের সমস্যা নিয়ে তারা ভালো ধারণা পায়। বাংলাদেশকে প্রচুর ম্যাচ খেলতে হবে। তিন বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশের উন্নতি হয়েছে কি না আপনারাই বলুন!
প্রশ্ন: এশিয়ান গেমসে পদক জিততে চান। কিন্তু প্রস্তুতি নিয়ে কী ভাবছেন?
সাজুরাম: আমরা সম্ভবত রোজার পর অনুশীলন শুরু করব। ভারতে আমাদের এক মাসের একটা অনুশীলন ক্যাম্প করার কথা। তারপর আমরা দেশে আসব, এরপর আবারও ভারতে গিয়ে ম্যাচ খেলব। ছেলেদের অভিজ্ঞতার প্রয়োজন। রক্ষণে কিছুটা সমস্যা থাকলেও মূল সমস্যা ম্যাচ না খেলা আর ধৈর্য না থাকা। তারা যত ম্যাচ খেলবে, তত বেশি আত্মবিশ্বাস পাবে।
প্রশ্ন: টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে কতটা খুশি?
সাজুরাম গোয়াত: তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু কাবাডির শিরোপা জয়। আমার ছেলেরা ফাইনালে অসাধারণ খেলেছে। ছেলেদের নিয়ে আমি ভীষণ গর্বিত।
প্রশ্ন: দলের এই পারফরম্যান্স আপনাকে বিশ্বকাপে ভালো করতে কতটা আশা জোগাচ্ছে? যেখানে ভারত, পাকিস্তান, ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষ আছে।
সাজুরাম: ভারত আমাদের চেয়ে হয়তো এগিয়ে কিন্তু আমাদের ছেলেরাও অনেক উন্নতি করেছে। গত বছর এই টুর্নামেন্টে ছেলেরা খুব আহামরি কিছু করেনি কিন্তু এবার তারা দারুণ খেলেছে। তাদের খেলা দেখে আমি ভালো কিছু আশা করতেই পারি। আমার তো মনে হয় বিশ্বকাপে একটা পদক জিততেও পারি।
প্রশ্ন: এই বছর এশিয়ান গেমস আছে। এশিয়ান গেমসে কি পদক জেতা সম্ভব?
সাজুরাম: এশিয়ান গেমসে একটা পদক জেতা খুব সম্ভব। আমি সোনা-রুপার আশা করছি না; তবে ব্রোঞ্জ জয় কঠিন কিছু নয়। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। আমি শতভাগ নিশ্চিত, বাংলাদেশ এশিয়ান গেমসে পদক জিতবে। বিশ্বকাপেও জিতবে। আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। তাদের আমি তিন বছর ধরে দেখছি। তারা দারুণ উন্নতি করেছে এই সময়ে।
প্রশ্ন: বঙ্গবন্ধু কাবাডির তিনটি পর্ব হয়ে গেল। অথচ ভারত, পাকিস্তানের মতো বড় দলগুলো এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলল না। এই দলগুলো না থাকায় কি আফসোস হয়?
সাজুরাম: যে দলগুলোর কথা বললেন, তারা এবার টুর্নামেন্টে খেলত। কিন্তু এবার টুর্নামেন্ট বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ায় এদের আমন্ত্রণ জানানো হয়নি। ভারত, পাকিস্তান, ইরান এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। আয়োজকেরা তাদের তাই আমন্ত্রণ জানায়নি। তারা চেয়েছিল, এশিয়ার অন্য দলগুলো যেন সহজেই এখানে খেলে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে। পরেরবার এই সমস্যা নেই। পরের আসরে দেখবেন, সব বড় দলই এখানে খেলছে।
প্রশ্ন: র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে, বাংলাদেশ আছে পাঁচে। ইরান, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াও বাংলাদেশের চেয়ে এগিয়ে। বড় দলগুলোর সঙ্গে র্যাঙ্কিংয়ের পার্থক্যটা কীভাবে কমিয়ে আনা যায়?
সাজুরাম: ফেডারেশনের উচিত দলকে ভারতে প্রশিক্ষণে পাঠানো। ফাঁকা সময়ে বড় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলানো উচিত। আমার দলের অন্য কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা আছে। তারা আন্তর্জাতিক ম্যাচ কম খেলে। তাদের ম্যাচের অভিজ্ঞতা কম। ভারতের খেলোয়াড়েরা ঘরোয়া ম্যাচ খেলে প্রচুর। নিজেদের সমস্যা নিয়ে তারা ভালো ধারণা পায়। বাংলাদেশকে প্রচুর ম্যাচ খেলতে হবে। তিন বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশের উন্নতি হয়েছে কি না আপনারাই বলুন!
প্রশ্ন: এশিয়ান গেমসে পদক জিততে চান। কিন্তু প্রস্তুতি নিয়ে কী ভাবছেন?
সাজুরাম: আমরা সম্ভবত রোজার পর অনুশীলন শুরু করব। ভারতে আমাদের এক মাসের একটা অনুশীলন ক্যাম্প করার কথা। তারপর আমরা দেশে আসব, এরপর আবারও ভারতে গিয়ে ম্যাচ খেলব। ছেলেদের অভিজ্ঞতার প্রয়োজন। রক্ষণে কিছুটা সমস্যা থাকলেও মূল সমস্যা ম্যাচ না খেলা আর ধৈর্য না থাকা। তারা যত ম্যাচ খেলবে, তত বেশি আত্মবিশ্বাস পাবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে