নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ শুভ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানাবেন দেবীকে। তাই আজ মঙ্গলবার মণ্ডপে মণ্ডপে থাকবে বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। মহাষষ্ঠীর মধ্য দিয়ে ২০ অক্টোবর শুরু হয় দুর্গাপূজা। পাঁচ দিনের এই উৎসব শেষ হবে আজ।
পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে। ফিরবেনও ঘোটকে। শাস্ত্রমতে, দুর্গা যদি ঘোটকে চড়ে আসেন এবং বিদায় নেন, তার ফল ‘ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে’। অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও যুদ্ধসংক্রান্ত অস্থিরতা বৃদ্ধি পায়, যা অশুভ বার্তা দেয়।
আজ সকাল ৯টা ৫৮ মিনিটে দশমী বিহিত পূজা শুরু হবে। পূজা শেষে দর্পণ বিসর্জন দেওয়া হবে। রাজধানীর ২৪৬টি পূজামণ্ডপের অধিকাংশই এসে জমা হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গার জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। আর সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
জানতে চাইলে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, বিসর্জনের উদ্দেশ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বেলা ৩টায়।
বিজয়া দশমীর অন্যতম আয়োজন ‘দেবীবরণ’। রীতি অনুযায়ী, সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গাকে সিঁদুর ছোঁয়ান। দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর পর সেই সিঁদুর প্রথমে সিঁথিতে মাখান, পরে একে অন্যের সিঁথি ও মুখে মাখেন। মুখ রঙিন করে হাসিমুখে দেবীকে বিদায় জানান, যা সিঁদুর খেলা নামে পরিচিত।
পুরান মতে, মহিষাসুরের সঙ্গে দিনরাত্রি যুদ্ধ করার পরে দশমীর দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী। এদিকে গতকাল নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে সারা দেশে মহানবমী উদ্যাপিত হয়। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা।
গতকাল রাজধানীর একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে মানুষের উপচেপড়া ভিড় ছিল। হাজার হাজার ভক্ত, পূজারি ও দর্শনার্থী মণ্ডপগুলোয় ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন। অন্য ধর্মের লোকজনের উপস্থিতিও দেখা গেছে। দেবীর আশীর্বাদ কামনা করে কায়মনে চলে প্রার্থনা। ঢাকের বাদ্য, শঙ্খ ও কাঁসরের ধ্বনিতে মুখর ছিল মণ্ডপ। সন্ধ্যায় মণ্ডপগুলোয় বাড়তি আয়োজন ছিল আরতি প্রতিযোগিতা ও বর্ণিল আলোকসজ্জা।
স্বামীর সঙ্গে রমনা কালীমন্দির পূজামণ্ডপে এসেছিলেন নববিবাহিতা স্বপ্না ধর। জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছরের মাঝামাঝি আমার বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে এবারই প্রথম পূজা দেখা। এ এক অন্য রকম অনুভূতি।’
পুরো পরিবার নিয়ে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এসেছিলেন ব্যবসায়ী নিতাই সূত্রধর। তিনি বলেন, ‘পুরো পরিবার নিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি। আশা করি, বিগত সময়ের মতো এবারও মা আমাদের আশীর্বাদ দেবেন।’
আজ শুভ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানাবেন দেবীকে। তাই আজ মঙ্গলবার মণ্ডপে মণ্ডপে থাকবে বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। মহাষষ্ঠীর মধ্য দিয়ে ২০ অক্টোবর শুরু হয় দুর্গাপূজা। পাঁচ দিনের এই উৎসব শেষ হবে আজ।
পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে এসেছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে। ফিরবেনও ঘোটকে। শাস্ত্রমতে, দুর্গা যদি ঘোটকে চড়ে আসেন এবং বিদায় নেন, তার ফল ‘ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে’। অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও যুদ্ধসংক্রান্ত অস্থিরতা বৃদ্ধি পায়, যা অশুভ বার্তা দেয়।
আজ সকাল ৯টা ৫৮ মিনিটে দশমী বিহিত পূজা শুরু হবে। পূজা শেষে দর্পণ বিসর্জন দেওয়া হবে। রাজধানীর ২৪৬টি পূজামণ্ডপের অধিকাংশই এসে জমা হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গার জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। আর সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
জানতে চাইলে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, বিসর্জনের উদ্দেশ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বেলা ৩টায়।
বিজয়া দশমীর অন্যতম আয়োজন ‘দেবীবরণ’। রীতি অনুযায়ী, সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গাকে সিঁদুর ছোঁয়ান। দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর পর সেই সিঁদুর প্রথমে সিঁথিতে মাখান, পরে একে অন্যের সিঁথি ও মুখে মাখেন। মুখ রঙিন করে হাসিমুখে দেবীকে বিদায় জানান, যা সিঁদুর খেলা নামে পরিচিত।
পুরান মতে, মহিষাসুরের সঙ্গে দিনরাত্রি যুদ্ধ করার পরে দশমীর দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী। এদিকে গতকাল নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে সারা দেশে মহানবমী উদ্যাপিত হয়। শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন সকালে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা।
গতকাল রাজধানীর একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে মানুষের উপচেপড়া ভিড় ছিল। হাজার হাজার ভক্ত, পূজারি ও দর্শনার্থী মণ্ডপগুলোয় ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন। অন্য ধর্মের লোকজনের উপস্থিতিও দেখা গেছে। দেবীর আশীর্বাদ কামনা করে কায়মনে চলে প্রার্থনা। ঢাকের বাদ্য, শঙ্খ ও কাঁসরের ধ্বনিতে মুখর ছিল মণ্ডপ। সন্ধ্যায় মণ্ডপগুলোয় বাড়তি আয়োজন ছিল আরতি প্রতিযোগিতা ও বর্ণিল আলোকসজ্জা।
স্বামীর সঙ্গে রমনা কালীমন্দির পূজামণ্ডপে এসেছিলেন নববিবাহিতা স্বপ্না ধর। জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছরের মাঝামাঝি আমার বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে এবারই প্রথম পূজা দেখা। এ এক অন্য রকম অনুভূতি।’
পুরো পরিবার নিয়ে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এসেছিলেন ব্যবসায়ী নিতাই সূত্রধর। তিনি বলেন, ‘পুরো পরিবার নিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি। আশা করি, বিগত সময়ের মতো এবারও মা আমাদের আশীর্বাদ দেবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে