Ajker Patrika

শিক্ষককে অভিভাবকের মারধর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০: ০১
শিক্ষককে অভিভাবকের মারধর

মুন্সিগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থী ও তাঁর অভিভাবকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা, মারধরসহ লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এতে বন্ধ হয়ে যায় বিদ্যালয়টির বিজয় দিবস উদ্‌যাপনের অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ও লাঞ্ছিতরা হলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাম উদ্দিন, শিক্ষক মইন উদ্দিন মোহন, দপ্তরি আব্দুল আজিজ ও অফিস সহকারী সালাহ উদ্দিন দেওয়ান।

এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক আলাম উদ্দিন মুন্সিগঞ্জ সদর থানায় ওই শিক্ষার্থী ও অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে বিদ্যালয়টির দশম শ্রেণির এক শিক্ষার্থী, তাঁর ভাই শুভ বেপারী , শ্যামল বেপারী , বাবা ফারদুল্লাহ বেপারী ও মা ফারজানা আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, মহাকালি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাম উদ্দিনকে দশম শ্রেণির ওই ছাত্র তাঁকে হেয়প্রতিপন্ন করে নানা রকম কটু কথা বলে। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত সেই শিক্ষার্থী, শিক্ষক আলামকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পরে বাড়ি থেকে বাবা, বড় ভাইসহ মাকে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির লোকজন বিদ্যালয়ে এসে ওই শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে লাঞ্ছিত করে। এ সময়

এ বিষয়ে সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ছাত্র ও অভিভাবকদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত