নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামিট পাওয়ার লিমিটেডের গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে সরকার। একই সঙ্গে কেন্দ্রগুলোর বিদ্যুতের ট্যারিফও নির্ধারণ করা হয়েছে। এই তিন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পাঁচ বছরে সরকারের ব্যয় হবে ১ হাজার ১১৮ কোটি টাকা।
গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎকেন্দ্র তিনটির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের এসব কথা জানান।
আমিন উল আহসান বলেন, গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে আশুলিয়া, মাধবদী ও চান্দিনা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বর্ধিত মেয়াদে স্পনসর কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডকে ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৫.৬৫ টাকা হিসাবে ১ হাজার ১১৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।
এর মধ্যে আশুলিয়ায় ৩৩.৭৫ মেগাওয়াট, মাধবদীতে ২৪.৩০ মেগাওয়াট এবং চান্দিনায় ১৩.৫০ মেগাওয়াট মিলিয়ে তিন কেন্দ্রে ৭১.৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই তিন কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো) সরবরাহ করা হচ্ছে।
এর মধ্যে মাধবদী বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বরে, চান্দিনা বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২১ সালের নভেম্বরে এবং আশুলিয়া বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর উত্তীর্ণ হয়।
এদিকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইনের ক্ষতিগ্রস্ত কম্প্রেসর মেরামতে সুইজারল্যান্ডের জেনারেল ইলেকট্রিককে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) মেরামতকাজে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ‘ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের’ শিডিউল মেইনটেন্যান্স কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স বিদ্যুৎকেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজ করবে। এ জন্য ব্যয় হবে ২৯৬ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৭০৩ টাকা।
সামিট পাওয়ার লিমিটেডের গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে সরকার। একই সঙ্গে কেন্দ্রগুলোর বিদ্যুতের ট্যারিফও নির্ধারণ করা হয়েছে। এই তিন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পাঁচ বছরে সরকারের ব্যয় হবে ১ হাজার ১১৮ কোটি টাকা।
গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎকেন্দ্র তিনটির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের এসব কথা জানান।
আমিন উল আহসান বলেন, গ্যাসভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে আশুলিয়া, মাধবদী ও চান্দিনা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বর্ধিত মেয়াদে স্পনসর কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডকে ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৫.৬৫ টাকা হিসাবে ১ হাজার ১১৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।
এর মধ্যে আশুলিয়ায় ৩৩.৭৫ মেগাওয়াট, মাধবদীতে ২৪.৩০ মেগাওয়াট এবং চান্দিনায় ১৩.৫০ মেগাওয়াট মিলিয়ে তিন কেন্দ্রে ৭১.৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই তিন কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো) সরবরাহ করা হচ্ছে।
এর মধ্যে মাধবদী বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বরে, চান্দিনা বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২১ সালের নভেম্বরে এবং আশুলিয়া বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর উত্তীর্ণ হয়।
এদিকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইনের ক্ষতিগ্রস্ত কম্প্রেসর মেরামতে সুইজারল্যান্ডের জেনারেল ইলেকট্রিককে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) মেরামতকাজে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ‘ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের’ শিডিউল মেইনটেন্যান্স কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। জার্মানির প্রতিষ্ঠান সিমেন্স বিদ্যুৎকেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজ করবে। এ জন্য ব্যয় হবে ২৯৬ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৭০৩ টাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে