মিরাজও চান তবে...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১১: ২১
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৬

‘ভালো লেগেছে?’—ব্যাটিংয়ে কতটা বিনোদিত করতে পেরেছেন, জানতে চাইলেন মেহেদী হাসান মিরাজ।মিরপুরে গত পরশু ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে যে ব্যাটিং করেছেন, সেটি শুধুই বিনোদন নয়, এ ধরনের ইনিংস হচ্ছে একজন ব্যাটারের ‘লাইফ টাইম ইনিংস’। যে ইনিংসে শুধু একটা দলকে জেতায় না, অযুত-নিযুত মানুষকে অনুপ্রাণিতও করে।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর ৬৩ বলে ৫১ রানের সমীকরণ মেলানো শুধু কঠিন বললেও ভুল হবে। এই পরিস্থিতিতেই দলকে জয়ের প্রান্তে নিয়ে গেলেন আটে নামা মিরাজ। কঠিন পথ পাড়ি দিতে শেষ উইকেটে তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বন্ধু মোস্তাফিজুর রহমানকে।

মোস্তাফিজের প্রতি কোনোভাবে উইকেটে টিকে থাকার বার্তাই ছিল মিরাজের। তবে সিরাজের করা দ্বিতীয় বলেই পেছনের পায়ে ‘পাঞ্চ’ করে বাউন্ডারি মেরে তাক লাগিয়ে দিলেন ফিজ, যেটি দিয়ে ১০৫ বল পর বাউন্ডারির দেখা পায় বাংলাদেশ। ‘উফ...অসাধারণ। ওই শট দেখলে এমনি আত্মবিশ্বাস চলে আসে’—মোস্তাফিজের ব্যাটিং নিয়ে বিশেষ শংসা মিরাজের। তবে মোস্তাফিজ  ঠিকভাবেই এগিয়েছেন।তাঁর ১১ বলে ১০ রান যেন ১০০ রানের কাজ করেছে। মিরাজ বলছিলেন, ‘সবচেয়ে বড় কথা, ও ঠেকিয়ে দিয়েছে। খুব একটা ঝুঁকি নেয়নি।ওই রকম সাপোর্ট ছাড়া এটা সম্ভবই ছিল না। ওকে বলেছিলাম, তুই ওভারে দুটো করি বল খেলবি। ও বলল, ঠিক আছে।’

নিজের পারফরম্যান্স নিয়ে মোস্তাফিজ অবশ্য সব সময়ই নির্লিপ্ত। তবে রসিকতার সুরে উল্টো জানতে চাইলেন, ‘কী, চলবে (ব্যাটিং)?’ মোস্তাফিজ বোলার, তিনি নাহয়  ১১ নম্বরে নামতে পারেন। ফিজ নিজেও ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা ভাবেন না। কিন্তু মিরাজ কি আরেকটু পদোন্নতি পেতে পারেন? তাঁকে অবশ্য কখনো ওপেনিংয়েও খেলিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে টি-টোয়েন্টিতে।

তবে ৫০ ওভার কিংবা টেস্ট ক্রিকেটে অনেকবারই বিপর্যয়ে বুক চিতিয়ে লড়া মিরাজও চান আরেকটু ওপরে খেলতে। কিন্তু বিষয়টা শুধুই তাঁর ওপর নির্ভর করে না। বললেন, ‘খেলানোর বিষয়টা আমার নয়।’ ব্যাটিং যে পজিশনেই খেলুন, মোস্তাফিজ-মিরাজ দুজনেরই চাওয়া ভারতের বিপক্ষে এই ওয়ানডে সিরিজও নিজেদের করে নিতে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত