Ajker Patrika

স্থায়ী ভেন্যুতে মাসব্যাপী বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯: ৩৪
স্থায়ী ভেন্যুতে মাসব্যাপী বাণিজ্য মেলা

কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থায়ী ভেন্যুতে আয়োজিত হবে। অবশেষ জল্পনা-কল্পনা শেষে গতকাল শনিবার বছরের প্রথম দিনে পূর্বাচলে শুরু হয়েছে বাণিজ্য মেলা। নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। শেরেবাংলা নগরের খোলা জায়গায় আর কখনোই বসবে না আন্তর্জাতিক বাণিজ্য মেলার বার্ষিক আসর। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে এ মেলা আয়োজন করা হচ্ছে।

তবে কিছু সীমাবদ্ধতাও আছে। বিদেশে করোনার প্রকোপ ও নতুন ভেন্যুর কারণে এ বছর মেলায় দেশি ও বিদেশি উভয় স্টল কমেছে। বাণিজ্য মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য ৩০টি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাসগুলো কুড়িল থেকে মেলাপ্রাঙ্গণ পর্যন্ত যাবে। এই ১৪ কিলোমিটার রাস্তার বাসভাড়া ধরা হয়েছে ৩০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত