Ajker Patrika

‘নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ’

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
‘নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ’

নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেতাজি-বঙ্গবন্ধু-নজরুল জনচেতনাযাত্রা’র অংশ হিসেবে ‘বঙ্গবন্ধুর চোখে নেতাজি ও নজরুল’ শীর্ষক আলোচনায় বক্তারা এই মন্তব্য করেন।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এর আয়োজন করে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অন্তর্বর্তীকালীন) ও ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন। মূল বক্তা ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

নেতাজি সুভাষ চন্দ্র বোস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ত্রিরত্ন আখ্যা দিয়ে অধ্যাপক মো. জালাল উদ্দিন বলেন, ‘বাঙালির এই ত্রিরত্ন ছিলেন প্রকৃত ত্যাগী ও দেশপ্রেমিক সূর্যসন্তান। তাঁরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।’

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। তাঁরা সব সময় সাম্য ও মানবতার জয়গান গেয়েছেন।’

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের দেশে পাকিস্তানের প্রেতাত্মারা এখনো সক্রিয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত