Ajker Patrika

রাজশাহী কলেজে আনন্দ উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী কলেজে আনন্দ উচ্ছ্বাস

টানা চতুর্থবারের মতো দেশসেরা কলেজের স্বীকৃতি পেয়েছে রাজশাহী কলেজ। এতে আনন্দের জোয়ারে ভাসছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার শোভাযাত্রা ও মিষ্টি বিতরণের মাধ্যমে এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। এর আগে মঙ্গলবার ২০১৮ সালের কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে প্রথম স্থান অর্জন করে রাজশাহী কলেজ।

এ বছর ৭০ দশমিক ৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। ৩১টি বিষয়ের ওপর ভিত্তি করে ২০১৫ সাল থেকে এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হচ্ছে। শুরু থেকেই প্রথম স্থান ধরে রেখেছে এই কলেজ। তাই শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস একটু বেশি দেখা গেছে। এই হইহুল্লোড়ের মধ্যে শিক্ষার্থীদের বাড়তি আগ্রহ দেখা গেছে কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমানকে ঘিরে। কেউ কুশল বিনিময় করছিলেন, কেউ সেলফি তুলছিলেন তাঁর সঙ্গে।

হবিবুর রহমান ২০১৪ সালে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি কলেজটিকে বদলে দেন। তিনি অধ্যক্ষ থাকাকালে প্রথম দেশসেরা হয় এই কলেজ। গতকাল সকালে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে এ অর্জন সবাই মিলে ধরে রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, এই সাফল্যের পেছনে সাবেক অধ্যক্ষ হবিবুর রহমানের বড় ভূমিকা রয়েছে। তাঁর এনে দেওয়া সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে সাফল্যের মাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত