Ajker Patrika

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু

‘আপনার বাচ্চাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, মৃত্যু ঝুঁকি কমান’-প্রতিপাদ্যে দেশব্যাপী শুরু হয়েছে চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের লাল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেওয়া হবে ৫১ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল। প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী: নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার উপস্থিত ছিলেন।

ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. আবুল আলা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন প্রমুখ।

গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান। কর্মসূচির আওতায় ৩৩ হাজার ৬৮২ জন শিশুকে নীল এবং তিন লাখ ৩ হাজার ১৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

খানসামা (দিনাজপুর): খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কর্মকর্তা (ডিজিজ কন্ট্রোল) ডা. শতাব্দী সাহা তিথি, মেডিকেল কর্মকর্তা ডা. নূর ফারিহা আইরিন, মেডিকেল কর্মকর্তা (ইউনানি) ডা. মোস্তাসিম তাহমিদ, নার্সিং সুপারভাইজার আক্তার জাহান, ইপিআই অশোক কুমার রায়, স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত