Ajker Patrika

খিলক্ষেতে এক দিনে ট্রেনের ধাক্কায় নিহত ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৯: ৩১
খিলক্ষেতে এক দিনে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় একই দিনে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত রেলক্রসিংয়ে পৃথক তিন দুর্ঘটনায় তাঁরা নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও, এখন পর্যন্ত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই শানু মং জানান, এদিন সকাল ৬টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। এরপর একই স্থানে বেলা ১১টার দিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আল-আমিন নামের এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তিনি মারা যান। এসব ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

একই পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় খিলক্ষেত রেলক্রসিং সংলগ্ন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত