মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে বন্যার পানির তোড়ে একটি সেতু ধসে পড়েছে। এতে আদাবাড়ি, কড়াইল ও হিলড়া গ্রামসহ ১০ গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকার শত শত মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ১৯৮৯-৯০ অর্থবছরে কড়াইল-আদাবাড়ি সড়কের আদাবাড়ি এলাকায় ২৫ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রশস্ত এ সেতুটি নির্মাণ করা হয়। পরে ওই রাস্তাটি কার্পেটিং করা হয়। রাস্তাটি পাকা হওয়ায় মহেড়া ইউনিয়নের হিলড়া, গোড়াকী, আদাবাড়ি, কড়াইল, বানিয়ারা, ডোকলাহাটি গ্রামের লোকজন ছাড়াও উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া, বৈল্যানপুর, ফতেপুর ও তরফপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন নিয়মিত চলাচল করে থাকেন।
এ ছাড়া গোড়াকী মাদ্রাসা, নতুন আদাবাড়ি মিকতাহুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসা, আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিলড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। অধিকাংশ শিক্ষার্থী ওই সড়ক দিয়েই চলাচল করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের বর্ষায় পানির স্রোতে সেতুটির নিচ থেকে মাটি সরে যায়। এতে সেতুটির পূর্ব-দক্ষিণ পাশের কিছু অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলজিইডি মির্জাপুর অফিসের লোকজন সেতুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। এরপর গত এক বছর এলাকাবাসী ঝুঁকি নিয়েই ওই সেতু দিয়ে চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে গত এক সপ্তাহের প্রবল বৃষ্টি এবং উজান থেকে আসা ঢল প্রবল বেগে প্রবাহিত হতে থাকলে সেতুটি ভেঙে পড়ে। এ ছাড়া পানির স্রোতে সেতুর দুপাশের সংযোগ সড়কটিও ভেঙে পড়েছে। এতে ওই এলাকার আদাবাড়ি ছাড়াও হিলড়া, ডোকলাহাটি, কড়াইল, থলপাড়া, বৈল্যানপুর ও ফতেপুরসহ ১০ গ্রামের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
আদাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর ছবুর মিয়া, হিলড়া গ্রামের বাসিন্দা তপু মিয়া, পশু চিকিৎসক মোক্তাদির, সাইদুল ইসলাম, লুৎফর রহমান জানান, সেতু ধসে যাওয়ায় ছোট ছোট নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে যেমন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে।
হিলড়া গ্রামের পুত্রবধূ পপি আক্তার বলেন, ‘কয়েক দিন আগে এ সেতু দিয়ে বাবার বাড়ি গিয়েছিলাম। স্বামীর বাড়ি আসার পথে দেখি সেতুটি ভেঙে গেছে।’
আব্দুস সাত্তার মিয়া জানান, ‘সেতুটি ভেঙে পড়ায় হিলড়া ও কড়াইল গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন দুর্ভোগে পড়েছেন। দুদিন আগে সেতুটি ভেঙে পড়লেও সরকারি কর্মকর্তারা এখনো আসেননি।’
মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়া বলেন, গত বছর সেতুটির একাংশ ভেঙে গেলেও উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার সেতুটি ধসে গেছে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, গত বছর পরিদর্শন শেষে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের বন্যার পানির স্রোতে সেটি পুরোপুরি ভেঙে পড়েছে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে।
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে বন্যার পানির তোড়ে একটি সেতু ধসে পড়েছে। এতে আদাবাড়ি, কড়াইল ও হিলড়া গ্রামসহ ১০ গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকার শত শত মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ১৯৮৯-৯০ অর্থবছরে কড়াইল-আদাবাড়ি সড়কের আদাবাড়ি এলাকায় ২৫ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রশস্ত এ সেতুটি নির্মাণ করা হয়। পরে ওই রাস্তাটি কার্পেটিং করা হয়। রাস্তাটি পাকা হওয়ায় মহেড়া ইউনিয়নের হিলড়া, গোড়াকী, আদাবাড়ি, কড়াইল, বানিয়ারা, ডোকলাহাটি গ্রামের লোকজন ছাড়াও উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া, বৈল্যানপুর, ফতেপুর ও তরফপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন নিয়মিত চলাচল করে থাকেন।
এ ছাড়া গোড়াকী মাদ্রাসা, নতুন আদাবাড়ি মিকতাহুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসা, আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিলড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। অধিকাংশ শিক্ষার্থী ওই সড়ক দিয়েই চলাচল করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের বর্ষায় পানির স্রোতে সেতুটির নিচ থেকে মাটি সরে যায়। এতে সেতুটির পূর্ব-দক্ষিণ পাশের কিছু অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলজিইডি মির্জাপুর অফিসের লোকজন সেতুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। এরপর গত এক বছর এলাকাবাসী ঝুঁকি নিয়েই ওই সেতু দিয়ে চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে গত এক সপ্তাহের প্রবল বৃষ্টি এবং উজান থেকে আসা ঢল প্রবল বেগে প্রবাহিত হতে থাকলে সেতুটি ভেঙে পড়ে। এ ছাড়া পানির স্রোতে সেতুর দুপাশের সংযোগ সড়কটিও ভেঙে পড়েছে। এতে ওই এলাকার আদাবাড়ি ছাড়াও হিলড়া, ডোকলাহাটি, কড়াইল, থলপাড়া, বৈল্যানপুর ও ফতেপুরসহ ১০ গ্রামের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
আদাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর ছবুর মিয়া, হিলড়া গ্রামের বাসিন্দা তপু মিয়া, পশু চিকিৎসক মোক্তাদির, সাইদুল ইসলাম, লুৎফর রহমান জানান, সেতু ধসে যাওয়ায় ছোট ছোট নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে যেমন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে।
হিলড়া গ্রামের পুত্রবধূ পপি আক্তার বলেন, ‘কয়েক দিন আগে এ সেতু দিয়ে বাবার বাড়ি গিয়েছিলাম। স্বামীর বাড়ি আসার পথে দেখি সেতুটি ভেঙে গেছে।’
আব্দুস সাত্তার মিয়া জানান, ‘সেতুটি ভেঙে পড়ায় হিলড়া ও কড়াইল গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন দুর্ভোগে পড়েছেন। দুদিন আগে সেতুটি ভেঙে পড়লেও সরকারি কর্মকর্তারা এখনো আসেননি।’
মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাদশা মিয়া বলেন, গত বছর সেতুটির একাংশ ভেঙে গেলেও উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার সেতুটি ধসে গেছে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, গত বছর পরিদর্শন শেষে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের বন্যার পানির স্রোতে সেটি পুরোপুরি ভেঙে পড়েছে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে