ক্রীড়া ডেস্ক
কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘যে জীবন ফড়িঙের দোয়েলের, মানুষের সাথে তার দেখা হয় নাকো...।’ বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা শিরোপা জয় নিয়েও মনে হয় এমন কিছু বলার সময় এসেছে। এই লিগ শুধুই বায়ার্নের, আর কারও সঙ্গে দেখা হয় নাকো তার। টানা ১০ ও সব মিলিয়ে এখন পর্যন্ত ৩১ বার লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় যতই দুর্যোগ আসুক, দিন শেষে চ্যাম্পিয়নের নাম যেন শুধুই বায়ার্ন।
প্রশ্ন হচ্ছে, এবার কি অন্য কেউ পারবে বায়ার্নের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে? তেমন ইঙ্গিত অবশ্য এখনো পাওয়া যাচ্ছে না। শিরোপার দৌড়ে বায়ার্নকে চ্যালেঞ্জ জানানোর মতো নতুন কোনো শক্তির এগিয়ে আসার সম্ভাবনাও খুব একটা নেই। এরপরও খেলাটির নাম যেহেতু ফুটবল, শেষ কথা বলে কিছু নেই। সেই সম্ভাবনাকেই পাখির চোখ করে বাজিমাত করতে চাইবে বাকিরা।
আজ রাতেই লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। প্রতিপক্ষ ইউরোপা লিগ জিতে বাজিমাত করা এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ইউরোপিয়ান শিরোপা জেতা ফ্রাঙ্কফুর্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে ইউরোপে সাফল্য পাওয়া এই দলটিই গত মৌসুমে লিগ শেষ করেছে ১১ নম্বরে থেকে।
একমাত্র বরুসিয়া ডর্টমুন্ডই সাম্প্রতিক সময়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছে বায়ার্নের সঙ্গে। এবারও শিরোপা রেসে ‘বাভারিয়ান পরাশক্তি’দের মাথাব্যথার কারণ হতে পারে ডর্টমুন্ড। তবে আর্লিং হালান্ডের মতো পরীক্ষিত খেলোয়াড়কে হারানোয় শক্তি কমেছে তাদের। বিকল্প হিসেবে সেবাস্তিয়ান হলারকে আনলেও সেখানে নেই স্বস্তির খবর। কর্কট রোগে আক্রান্ত হলারকে লড়তে হচ্ছে অন্য লড়াই। এটি ডর্টমুন্ডের জন্য বড় ধাক্কাও বটে। তাই মাঠের লড়াইয়ের আগে এসব দুশ্চিন্তা ভুলতে হবে ডর্টমুন্ডকে।
‘অস্ত্র’ হারিয়েছে বায়ার্নও। গত কয়েক মৌসুমে বায়ার্নের শিরোপা জয়ের পথে প্রাণভোমরা ছিলেন রবার্ট লেভানডফস্কি। তবে দলের সাফল্যের নেপথ্য নায়ককে শেষ পর্যন্ত বার্সার কাছে ছেড়ে দিতে হয়েছে। পোলিশ মহাতারকার অভাবটা তাই বেশ অনুভব করবে তারা।
এর মাঝে দলবদলের বাজারে বেশ খরচও করেছে বায়ার্ন। লেভার বিকল্প হিসেবে লিভারপুল থেকে সেনেগাল তারকা সাদিও মানেকে নিয়ে এসেছে তারা। পরীক্ষিত মানেরও রয়েছে বড় শিরোপা জয়ের অভিজ্ঞতা। মানের সঙ্গে বায়ার্ন এনেছে ডাচ্ তারকা ম্যাথিয়াস ডি লিখটকেও। ইউলিয়ান নাগেলসমানের অধীনে নতুন শক্তিতে এই দলটি জ্বলে উঠতে পারলে শিরোপা ধরে রাখা খুব কঠিন হবে না বায়ার্নের জন্য।
বায়ার্ন, ডর্টমুন্ড এবং ফ্রাঙ্কফুর্টের বাইরে যে দলটির কথা বলতে হবে, সেটি হলো আরবি লাইপজিগ। গত কয়েক মৌসুম ধরেই শিরোপার দৌড়ের আশপাশে থাকছে ক্লাবটি। গত মৌসুমে শেষ করেছে চার নম্বরে। দৌড়ে পিছিয়ে রাখা যাবে না তিনে শেষ করা বেয়ার লেভারকুসেনকেও। তবে শেষ পর্যন্ত বায়ার্নের শিরোপা জয় ঠেকাতে হলে নিজেদের সামর্থ্যের সেরাটা উজাড় করেই খেলতে হবে বাকিদের। নাহলে বায়ার্নের টানা একাদশ লিগ শিরোপার ভবিষ্যদ্বাণীটা এখনই করে দেওয়া যায়।
কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘যে জীবন ফড়িঙের দোয়েলের, মানুষের সাথে তার দেখা হয় নাকো...।’ বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা শিরোপা জয় নিয়েও মনে হয় এমন কিছু বলার সময় এসেছে। এই লিগ শুধুই বায়ার্নের, আর কারও সঙ্গে দেখা হয় নাকো তার। টানা ১০ ও সব মিলিয়ে এখন পর্যন্ত ৩১ বার লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় যতই দুর্যোগ আসুক, দিন শেষে চ্যাম্পিয়নের নাম যেন শুধুই বায়ার্ন।
প্রশ্ন হচ্ছে, এবার কি অন্য কেউ পারবে বায়ার্নের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে? তেমন ইঙ্গিত অবশ্য এখনো পাওয়া যাচ্ছে না। শিরোপার দৌড়ে বায়ার্নকে চ্যালেঞ্জ জানানোর মতো নতুন কোনো শক্তির এগিয়ে আসার সম্ভাবনাও খুব একটা নেই। এরপরও খেলাটির নাম যেহেতু ফুটবল, শেষ কথা বলে কিছু নেই। সেই সম্ভাবনাকেই পাখির চোখ করে বাজিমাত করতে চাইবে বাকিরা।
আজ রাতেই লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। প্রতিপক্ষ ইউরোপা লিগ জিতে বাজিমাত করা এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ইউরোপিয়ান শিরোপা জেতা ফ্রাঙ্কফুর্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে ইউরোপে সাফল্য পাওয়া এই দলটিই গত মৌসুমে লিগ শেষ করেছে ১১ নম্বরে থেকে।
একমাত্র বরুসিয়া ডর্টমুন্ডই সাম্প্রতিক সময়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছে বায়ার্নের সঙ্গে। এবারও শিরোপা রেসে ‘বাভারিয়ান পরাশক্তি’দের মাথাব্যথার কারণ হতে পারে ডর্টমুন্ড। তবে আর্লিং হালান্ডের মতো পরীক্ষিত খেলোয়াড়কে হারানোয় শক্তি কমেছে তাদের। বিকল্প হিসেবে সেবাস্তিয়ান হলারকে আনলেও সেখানে নেই স্বস্তির খবর। কর্কট রোগে আক্রান্ত হলারকে লড়তে হচ্ছে অন্য লড়াই। এটি ডর্টমুন্ডের জন্য বড় ধাক্কাও বটে। তাই মাঠের লড়াইয়ের আগে এসব দুশ্চিন্তা ভুলতে হবে ডর্টমুন্ডকে।
‘অস্ত্র’ হারিয়েছে বায়ার্নও। গত কয়েক মৌসুমে বায়ার্নের শিরোপা জয়ের পথে প্রাণভোমরা ছিলেন রবার্ট লেভানডফস্কি। তবে দলের সাফল্যের নেপথ্য নায়ককে শেষ পর্যন্ত বার্সার কাছে ছেড়ে দিতে হয়েছে। পোলিশ মহাতারকার অভাবটা তাই বেশ অনুভব করবে তারা।
এর মাঝে দলবদলের বাজারে বেশ খরচও করেছে বায়ার্ন। লেভার বিকল্প হিসেবে লিভারপুল থেকে সেনেগাল তারকা সাদিও মানেকে নিয়ে এসেছে তারা। পরীক্ষিত মানেরও রয়েছে বড় শিরোপা জয়ের অভিজ্ঞতা। মানের সঙ্গে বায়ার্ন এনেছে ডাচ্ তারকা ম্যাথিয়াস ডি লিখটকেও। ইউলিয়ান নাগেলসমানের অধীনে নতুন শক্তিতে এই দলটি জ্বলে উঠতে পারলে শিরোপা ধরে রাখা খুব কঠিন হবে না বায়ার্নের জন্য।
বায়ার্ন, ডর্টমুন্ড এবং ফ্রাঙ্কফুর্টের বাইরে যে দলটির কথা বলতে হবে, সেটি হলো আরবি লাইপজিগ। গত কয়েক মৌসুম ধরেই শিরোপার দৌড়ের আশপাশে থাকছে ক্লাবটি। গত মৌসুমে শেষ করেছে চার নম্বরে। দৌড়ে পিছিয়ে রাখা যাবে না তিনে শেষ করা বেয়ার লেভারকুসেনকেও। তবে শেষ পর্যন্ত বায়ার্নের শিরোপা জয় ঠেকাতে হলে নিজেদের সামর্থ্যের সেরাটা উজাড় করেই খেলতে হবে বাকিদের। নাহলে বায়ার্নের টানা একাদশ লিগ শিরোপার ভবিষ্যদ্বাণীটা এখনই করে দেওয়া যায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে