নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৯৭৭ সালের অধ্যাদেশের আলোকে চলছে পিএসসি। সামরিক শাসনামলে জারিকৃত আইন ও অধ্যাদেশের মধ্যে যেগুলোর প্রয়োজন রয়েছে, তা নতুন করে আইনে রূপান্তর করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।
কর্ম কমিশন আইনের খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে সর্বোচ্চ দুই বছর, সর্বনিম্ন এক বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। আর উত্তরপত্র জালিয়াতির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে বা অন্য কোনো ব্যক্তিকে অসদুপায়ে সহযোগিতা করে, তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।
এ ছাড়া পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব পালনে বাধা দিলে খসড়া আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানান সচিব। পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত কেউ অপরাধ করলে দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। এই আইনের বিধান লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আনোয়ারুল ইসলাম বলেন, খসড়া আইনে কমিশন গঠন করার কথা বলা হয়েছে। কমিশনে কমপক্ষে ছয়জন সদস্য থাকবেন, সদস্যসংখ্যা কোনোভাবেই ১৫ জনের বেশি হবে না।
তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পিএসসির মাধ্যমে নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তৃতীয় শ্রেণির নিয়োগের বিষয়টি আলোচনা হয়েছে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এসব নিয়োগে আলাদা পিএসসি গঠন করা যায় কি না, সর্বোচ্চ ফোরামে তা আলোচনা হয়েছে। খসড়া আইনেও আছে সরকার প্রদত্ত অন্য কোনো দায়িত্বও পিএসসি পালন করবে। এটা রুল দিয়ে করে দেওয়া যাবে।
সচিব জানান, এ ছাড়া কেন্দ্রীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের জন্য জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে জাকাত সংগ্রহে ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি জাকাত বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাকাত তহবিল গঠন করে সরকারিভাবে তহবিলের অর্থ সংগ্রহ করা হবে। প্রবাসী বাংলাদেশি, বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থা থেকে পাওয়া অর্থ যেকোনো তফসিলি ব্যাংকের জাকাত ফান্ডে জমা দিয়ে জাকাত আদায় করা যাবে। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে চেয়ারম্যান করে একটি জাকাত বোর্ড থাকবে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৯৭৭ সালের অধ্যাদেশের আলোকে চলছে পিএসসি। সামরিক শাসনামলে জারিকৃত আইন ও অধ্যাদেশের মধ্যে যেগুলোর প্রয়োজন রয়েছে, তা নতুন করে আইনে রূপান্তর করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।
কর্ম কমিশন আইনের খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে সর্বোচ্চ দুই বছর, সর্বনিম্ন এক বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। আর উত্তরপত্র জালিয়াতির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে বা অন্য কোনো ব্যক্তিকে অসদুপায়ে সহযোগিতা করে, তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।
এ ছাড়া পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব পালনে বাধা দিলে খসড়া আইনে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানান সচিব। পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত কেউ অপরাধ করলে দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। এই আইনের বিধান লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আনোয়ারুল ইসলাম বলেন, খসড়া আইনে কমিশন গঠন করার কথা বলা হয়েছে। কমিশনে কমপক্ষে ছয়জন সদস্য থাকবেন, সদস্যসংখ্যা কোনোভাবেই ১৫ জনের বেশি হবে না।
তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পিএসসির মাধ্যমে নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তৃতীয় শ্রেণির নিয়োগের বিষয়টি আলোচনা হয়েছে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এসব নিয়োগে আলাদা পিএসসি গঠন করা যায় কি না, সর্বোচ্চ ফোরামে তা আলোচনা হয়েছে। খসড়া আইনেও আছে সরকার প্রদত্ত অন্য কোনো দায়িত্বও পিএসসি পালন করবে। এটা রুল দিয়ে করে দেওয়া যাবে।
সচিব জানান, এ ছাড়া কেন্দ্রীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের জন্য জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে জাকাত সংগ্রহে ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি জাকাত বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাকাত তহবিল গঠন করে সরকারিভাবে তহবিলের অর্থ সংগ্রহ করা হবে। প্রবাসী বাংলাদেশি, বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থা থেকে পাওয়া অর্থ যেকোনো তফসিলি ব্যাংকের জাকাত ফান্ডে জমা দিয়ে জাকাত আদায় করা যাবে। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে চেয়ারম্যান করে একটি জাকাত বোর্ড থাকবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে