নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসের ১০-১৫ ওভারের সাবধানী ব্যাটিংয়ের বার্তা দিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, ওই ওভারগুলো ব্যাটারদের জন্য কিছুটা কঠিনই হবে। সচেতন তামিমই গতকাল দ্বিধা নিয়ে কাট করতে গিয়ে ইনিংসের সপ্তম ওভারেই ড্রেসিংরুমে ফিরলেন।
পুরোপুরি ফিট না হয়েও খেলতে চাওয়ার বিতর্ক মাথায় নিয়ে এই ম্যাচে নামেন তামিম। চোট আর বাজে পারফরম্যান্স—সব মিলিয়ে সময়টা তাঁর বিপক্ষে।সমালোচনা-বিতর্কও হচ্ছে অনেক। অধিনায়কের সামনে জবাব দেওয়ার একটাই উপায় ছিল—ভালো একটি ইনিংস উপহার দেওয়া। তামিম সেটি করে দেখাতে পারলেন কোথায়? ২১ বলে ১৩ রানের ইনিংস খেলে ফজলহক ফারুকির বলে আউট হয়ে শুধু প্রশ্নই বাড়ালেন।
অনেক দিন অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না তামিম। ব্যাটে তেমন রান নেই। আবার চোটও পিছু ছাড়ছে না। দলের জন্য আরেকটি ম্যাচে ভালো উদাহরণ হতে না পারা তামিমকে গতকাল অনুসরণ করলেন সতীর্থরাও। খুব একটা ভালো করতে পারেনি টপ অর্ডার ও মিডল অর্ডার। লোয়ার ও লোয়ার মিডল অর্ডার মিলিয়ে গেল নিমেষেই।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৯ রানে করে বাংলাদেশ। ভালো বোলিং আক্রমণের বিপক্ষে এই ব্যাটিং ধস বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটা বার্তাও দিল নিঃসন্দেহে। এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি সিরিজেই জিতেছিলেন তামিমেরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে তৃপ্ত হওয়ার সুযোগ আদতে নেই। আইরিশরা তো বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। অথচ যাদের সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে, সেই আফগানিস্তানের ভালো মানের বোলারদের মোকাবিলা করতে গিয়ে বেশ হোঁচট খেল বাংলাদেশ। ৩.৯৩ হারে রান তোলা, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের ওপেনিং জুটি। এরপর ব্যাটারদের যে আসা-যাওয়ার মিছিল শুরু হয়েছিল, সেটা শেষ হয় তাওহীদ হৃদয়ের আউট দিয়ে। মাঝে আফগানিস্তান বোলারদের দাপটই ছিল ম্যাচের সারাংশ।
ফারুকি, রশিদ খান ও মুজিব উর রহমানদের মতো সেরা বোলারের মোকাবিলা করতে আরও ভালো ‘হোমওয়ার্ক’ যে প্রয়োজন, সেটা নিশ্চয়ই বুঝেছে বাংলাদেশ।গতকাল প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলেও পরের ছয় ব্যাটার সেটাও পারেননি। ৫০ পেরোনো একটি জুটি হয়নি। উল্লিখিত তিন আফগান বোলারদের বিপক্ষে বাংলাদেশ ওভারপ্রতি ৩ রানও তুলতে পারেনি। কোনো ব্যাটার ১০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেননি।
কয়েক দিন ধরে তাসিকন-মোস্তাফিজদের স্লো আর লেন্থের বোলিং অনুশীলন করিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। ওই বলে উল্টো বাংলাদেশের ব্যাটারদের ঘায়েল করলেন আফগান বোলাররা।বোলিং ও ফিল্ডিংয়ে আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশকে কেমন পরীক্ষা নেবে, গতকাল সেটাই যেন বুঝিয়ে দিল আফগানিস্তান।
ব্যাটিং ভালো হয়নি, বারবার বৃষ্টির বাধা—আফগানদের বিপক্ষে ধর্মশালায় অগ্নিপরীক্ষা দেওয়ার আগে বাংলাদেশ নিজেদের শুধরে নেওয়ার অন্তত আরও তিনটি সুযোগ পাচ্ছে, ইতিবাচক দিক আপাতত এটাই।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসের ১০-১৫ ওভারের সাবধানী ব্যাটিংয়ের বার্তা দিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, ওই ওভারগুলো ব্যাটারদের জন্য কিছুটা কঠিনই হবে। সচেতন তামিমই গতকাল দ্বিধা নিয়ে কাট করতে গিয়ে ইনিংসের সপ্তম ওভারেই ড্রেসিংরুমে ফিরলেন।
পুরোপুরি ফিট না হয়েও খেলতে চাওয়ার বিতর্ক মাথায় নিয়ে এই ম্যাচে নামেন তামিম। চোট আর বাজে পারফরম্যান্স—সব মিলিয়ে সময়টা তাঁর বিপক্ষে।সমালোচনা-বিতর্কও হচ্ছে অনেক। অধিনায়কের সামনে জবাব দেওয়ার একটাই উপায় ছিল—ভালো একটি ইনিংস উপহার দেওয়া। তামিম সেটি করে দেখাতে পারলেন কোথায়? ২১ বলে ১৩ রানের ইনিংস খেলে ফজলহক ফারুকির বলে আউট হয়ে শুধু প্রশ্নই বাড়ালেন।
অনেক দিন অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না তামিম। ব্যাটে তেমন রান নেই। আবার চোটও পিছু ছাড়ছে না। দলের জন্য আরেকটি ম্যাচে ভালো উদাহরণ হতে না পারা তামিমকে গতকাল অনুসরণ করলেন সতীর্থরাও। খুব একটা ভালো করতে পারেনি টপ অর্ডার ও মিডল অর্ডার। লোয়ার ও লোয়ার মিডল অর্ডার মিলিয়ে গেল নিমেষেই।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৯ রানে করে বাংলাদেশ। ভালো বোলিং আক্রমণের বিপক্ষে এই ব্যাটিং ধস বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটা বার্তাও দিল নিঃসন্দেহে। এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি সিরিজেই জিতেছিলেন তামিমেরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে তৃপ্ত হওয়ার সুযোগ আদতে নেই। আইরিশরা তো বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। অথচ যাদের সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে, সেই আফগানিস্তানের ভালো মানের বোলারদের মোকাবিলা করতে গিয়ে বেশ হোঁচট খেল বাংলাদেশ। ৩.৯৩ হারে রান তোলা, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের ওপেনিং জুটি। এরপর ব্যাটারদের যে আসা-যাওয়ার মিছিল শুরু হয়েছিল, সেটা শেষ হয় তাওহীদ হৃদয়ের আউট দিয়ে। মাঝে আফগানিস্তান বোলারদের দাপটই ছিল ম্যাচের সারাংশ।
ফারুকি, রশিদ খান ও মুজিব উর রহমানদের মতো সেরা বোলারের মোকাবিলা করতে আরও ভালো ‘হোমওয়ার্ক’ যে প্রয়োজন, সেটা নিশ্চয়ই বুঝেছে বাংলাদেশ।গতকাল প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলেও পরের ছয় ব্যাটার সেটাও পারেননি। ৫০ পেরোনো একটি জুটি হয়নি। উল্লিখিত তিন আফগান বোলারদের বিপক্ষে বাংলাদেশ ওভারপ্রতি ৩ রানও তুলতে পারেনি। কোনো ব্যাটার ১০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেননি।
কয়েক দিন ধরে তাসিকন-মোস্তাফিজদের স্লো আর লেন্থের বোলিং অনুশীলন করিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। ওই বলে উল্টো বাংলাদেশের ব্যাটারদের ঘায়েল করলেন আফগান বোলাররা।বোলিং ও ফিল্ডিংয়ে আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশকে কেমন পরীক্ষা নেবে, গতকাল সেটাই যেন বুঝিয়ে দিল আফগানিস্তান।
ব্যাটিং ভালো হয়নি, বারবার বৃষ্টির বাধা—আফগানদের বিপক্ষে ধর্মশালায় অগ্নিপরীক্ষা দেওয়ার আগে বাংলাদেশ নিজেদের শুধরে নেওয়ার অন্তত আরও তিনটি সুযোগ পাচ্ছে, ইতিবাচক দিক আপাতত এটাই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে