Ajker Patrika

ঘাটাইল ও মির্জাপুরে দুর্ঘটনায় দুজন নিহত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ২৩
ঘাটাইল ও মির্জাপুরে দুর্ঘটনায় দুজন নিহত

ঘাটাইল ও মির্জাপুরে দুটি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘাটাইলে গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান মনির নামে এক মোটরসাইকেলচালক মারা যান। মির্জাপুরে গতকাল দুপুরের দিকে ট্রেনে কাটা পড়ে সনাতন ধর্মাবলম্বী অজ্ঞাতনামা নারী মারা যান।

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির নবরত্ন বাড়ি গ্রামের আমীর মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপুরে একটি চলন্ত প্রাইভেট কারের এক্সেল ভেঙে সামনের বামপাশের চাকা খুলে যায়। ওই সময় সড়কের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মনির। প্রাইভেটকারের ওই চাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল লাইনের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর কপালে সিঁদুর লাগানো ছিল।

মির্জাপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা যান। খবর পেয়ে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর নিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত