ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাদেয়াল। স্টেডিয়ামের মাঠ ধুলোয় ভরা। ফলে স্টেডিয়ামটি খেলা ও অনুশীলনের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
তবে জেলা প্রশাসন বলছে, স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
২০১৮ সালে ঝালকাঠির প্রথম ও প্রাচীন স্টেডিয়ামের নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। পরে স্টেডিয়ামের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন করা হলেও উন্নয়ন আর হয়নি। ফলে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাপ্রাচীর। স্টেডিয়ামের সঙ্গে একটি অফিস ভবন ও বাথরুম থাকলেও নিম্নমানের হওয়ায় সেখানেও কোনো কার্যক্রম চলে না। সব মিলিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঝালকাঠির বিকনা গ্রামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করা হলেও এটি শহর থেকে অনেক দূরে। ফলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখনো খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম ভরসা।
তবে স্টেডিয়ামের এই করুণ দশায় ক্ষুব্ধ ঝালকাঠি ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা। অবিলম্বে এই স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, পরিত্যক্ত অফিস ভবন, বাথরুম ও দর্শকদের জন্য গ্যালারি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অফিস ভবন নিম্নমানের। যার কারণে এটি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া গ্যালারি ভেঙে পড়ায় দর্শক ও খেলোয়াড়দের অসুবিধা হচ্ছে। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান তিনি।
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী বলেন, নতুন স্টেডিয়ামটি শহর থেকে দূরে হওয়ায় শেখ রাসেল স্টেডিয়ামে খেলাধুলা হয়। তাই এটি সংস্কার করা জরুরি। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদে সাংসদের ডিও লেটারসহ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাদেয়াল। স্টেডিয়ামের মাঠ ধুলোয় ভরা। ফলে স্টেডিয়ামটি খেলা ও অনুশীলনের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
তবে জেলা প্রশাসন বলছে, স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
২০১৮ সালে ঝালকাঠির প্রথম ও প্রাচীন স্টেডিয়ামের নামকরণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। পরে স্টেডিয়ামের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন করা হলেও উন্নয়ন আর হয়নি। ফলে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে পড়েছে। নেই কোনো সীমানাপ্রাচীর। স্টেডিয়ামের সঙ্গে একটি অফিস ভবন ও বাথরুম থাকলেও নিম্নমানের হওয়ায় সেখানেও কোনো কার্যক্রম চলে না। সব মিলিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঝালকাঠির বিকনা গ্রামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করা হলেও এটি শহর থেকে অনেক দূরে। ফলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখনো খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম ভরসা।
তবে স্টেডিয়ামের এই করুণ দশায় ক্ষুব্ধ ঝালকাঠি ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা। অবিলম্বে এই স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, পরিত্যক্ত অফিস ভবন, বাথরুম ও দর্শকদের জন্য গ্যালারি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অফিস ভবন নিম্নমানের। যার কারণে এটি ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া গ্যালারি ভেঙে পড়ায় দর্শক ও খেলোয়াড়দের অসুবিধা হচ্ছে। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান তিনি।
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী বলেন, নতুন স্টেডিয়ামটি শহর থেকে দূরে হওয়ায় শেখ রাসেল স্টেডিয়ামে খেলাধুলা হয়। তাই এটি সংস্কার করা জরুরি। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদে সাংসদের ডিও লেটারসহ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে