Ajker Patrika

নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে মানুষ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ৫৬
নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে মানুষ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারে নিত্যপণ্যের দামের উধ্ধগতি থামছে না। একবার চালের দাম বেশি তো আরেকবার সবজির, ডাল-তেলের দাম। অল্প আয় দিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ।

শীতের শুরুতেই কাচা তরকারীর সমারোহ পড়ে বাজারগুলোতে। কিন্তু বর্তমানে বাজারঘুরে দেখা গেছে বাজারগুলোতে সবজি সরবরাহ অনেক কম। ব্যবসায়ীরা জানালেন উৎপাদন কম থাকায় এমনটি হচ্ছে। গতকাল বাজারে ফুলকপি ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, সিম ৭০ টাকা, টমেটো ৯০ টাকা, ওলকপি ৪৫ টাকা, বাধা কপি ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, কলা ৪০ টাকা মুলা ৪৫ টাকা, কাচাঝাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

লাগাতার নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে। দিনমজুর অসহায় মানুষগুলো পড়েছে বিপাকে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা তারা।

এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে, জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলেও ‍অভিযোগ করেন তারা।

পাটকেল ঘাটা বাজারের ব্যবসায়ী মানিক চন্দ্র জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অতি বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া অনেক সময় সরবরাহেও সমস্যা থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তাঁরা।

পাটকেলঘাটার পশ্চিমপাড়া গ্রামের আবুলকালাম জানান, সবজি বলেন আর চাল বলেন কোনটার দাম কম নেই অল্পদিনের মধ্যে তেল, আটা, ময়দা, চিনি, ডাল ও চালের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। অল্প আয়ে বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এসব পণ্যে সরকারের জোর মনিটরিং দরকার।

গত ২- ৩ মাসে নিত্য পণ্যের মূল্য তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যে দাম ৫ থেকে ১৫ টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, পেঁয়াজ গত মাসের তুলনায় কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ডাল, চিনি, আটা, ময়দা কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তেল ১০ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এ রকম প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেতে দেখা যায়। এ ছাড়া বাজারে কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচসহ প্রতিটি সবজির দামে ঊর্ধ্বগতি বিরাজ করছে।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে জিনিস পত্রের দাম বাড়ে। তবে ব্যবসায়ীরা যদি অস্বাভাবিক কোনো কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত