কামাল হোসেন সরকার, হোমনা
এসব এ ময়লা-আবর্জনা গড়িয়ে পড়ছে নদীতে। এতে করে একদিকে যেমন দূষিত হচ্ছে নদী, তেমনি প্রতিদিন নদীতে গোসল করতে আসা শত শত লোক আবর্জনার গন্ধে দুর্ভোগে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নবিত্ত শ্রেণিসহ অন্যদের গোসল ও দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এই নদীর পানির ওপর অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, নদীর ঘাটের দুই পাশেই রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এর মধ্যেই নদীতে নেমে নারী-পুরুষেরা গোসল করাসহ কাপড়চোপড় ধোয়ার কাজ করছেন।
নদীতে গোসল করতে আসা হিরন নামের এক নারী বলেন, এই এলাকার ধনী লোকের স্ত্রীরা বোরকা পরে বাসাবাড়ির ময়লা-আবর্জনা পলিথিনে এনে এখানে ফেলে যায়। আর এতে করে ময়লার দুর্গন্ধে এ ঘাটে গোসল করা অনেক কষ্টকর হচ্ছে। তারপরও কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ময়লা-আবর্জনার মধ্যেই গোসলের কাজ সারতে হচ্ছে।
নদীতে গোসল করতে আসা বাজারের ব্যবসায়ী হাসান মিয়া জানান, বাজারের অনেক ব্যবসায়ী এখানে এনে ময়লা-আবর্জনা ফেলে যান। নদীর পাড়ে ময়লা ফেলার কারণে এর দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না। নাকমুখ চেপে ধরে হাঁটতে হচ্ছে নদীর পাড়ে।
নদীর ঘাট এলাকার বাসিন্দা সবিতা রানী ঘোষ বলেন, ‘সবাই এখানে এসে ময়লা ফেলে যায়। আমরা নিষেধ করলেও শোনে না। কিন্তু নদীর পাড়ে ময়লা ফেলার কারণে এর দুর্গন্ধে আমাদের জীবন বিষিয়ে উঠছে। এ ছাড়া অনেক লোকজন এসে দিনের বেলায় এখানে দাঁড়িয়ে প্রস্রাবও করে থাকেন, আমরা মানা করলেও শুনছে না। আবার রাতের আঁধারে অনেকে এসে এখানে পায়খানা করে যায়। সব মিলিয়ে নদীর ঘাটের এ ময়লা-আবর্জনায় আমরা আশপাশের লোকজন চরম দুর্ভোগে আছি।’
সবিতা রানী ঘোষ আরও বলেন, নদীর ঘাটে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, ‘বাজারের ও বাসাবাড়ির ময়লা ফেলার জন্য কাচারিকান্দিতে আমাদের নির্দিষ্ট জায়গা রয়েছে। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনই বাজার ও বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে কাচারিকান্দিতে ময়লার স্তূপে ফেলছে।’
এসব এ ময়লা-আবর্জনা গড়িয়ে পড়ছে নদীতে। এতে করে একদিকে যেমন দূষিত হচ্ছে নদী, তেমনি প্রতিদিন নদীতে গোসল করতে আসা শত শত লোক আবর্জনার গন্ধে দুর্ভোগে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নবিত্ত শ্রেণিসহ অন্যদের গোসল ও দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এই নদীর পানির ওপর অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, নদীর ঘাটের দুই পাশেই রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এর মধ্যেই নদীতে নেমে নারী-পুরুষেরা গোসল করাসহ কাপড়চোপড় ধোয়ার কাজ করছেন।
নদীতে গোসল করতে আসা হিরন নামের এক নারী বলেন, এই এলাকার ধনী লোকের স্ত্রীরা বোরকা পরে বাসাবাড়ির ময়লা-আবর্জনা পলিথিনে এনে এখানে ফেলে যায়। আর এতে করে ময়লার দুর্গন্ধে এ ঘাটে গোসল করা অনেক কষ্টকর হচ্ছে। তারপরও কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ময়লা-আবর্জনার মধ্যেই গোসলের কাজ সারতে হচ্ছে।
নদীতে গোসল করতে আসা বাজারের ব্যবসায়ী হাসান মিয়া জানান, বাজারের অনেক ব্যবসায়ী এখানে এনে ময়লা-আবর্জনা ফেলে যান। নদীর পাড়ে ময়লা ফেলার কারণে এর দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না। নাকমুখ চেপে ধরে হাঁটতে হচ্ছে নদীর পাড়ে।
নদীর ঘাট এলাকার বাসিন্দা সবিতা রানী ঘোষ বলেন, ‘সবাই এখানে এসে ময়লা ফেলে যায়। আমরা নিষেধ করলেও শোনে না। কিন্তু নদীর পাড়ে ময়লা ফেলার কারণে এর দুর্গন্ধে আমাদের জীবন বিষিয়ে উঠছে। এ ছাড়া অনেক লোকজন এসে দিনের বেলায় এখানে দাঁড়িয়ে প্রস্রাবও করে থাকেন, আমরা মানা করলেও শুনছে না। আবার রাতের আঁধারে অনেকে এসে এখানে পায়খানা করে যায়। সব মিলিয়ে নদীর ঘাটের এ ময়লা-আবর্জনায় আমরা আশপাশের লোকজন চরম দুর্ভোগে আছি।’
সবিতা রানী ঘোষ আরও বলেন, নদীর ঘাটে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, ‘বাজারের ও বাসাবাড়ির ময়লা ফেলার জন্য কাচারিকান্দিতে আমাদের নির্দিষ্ট জায়গা রয়েছে। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনই বাজার ও বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে কাচারিকান্দিতে ময়লার স্তূপে ফেলছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে