আজকের পত্রিকা ডেস্ক
সপ্তম ধাপে তিন পার্বত্য জেলায় ২৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ সোমবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। গতকাল থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করে ইসি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।
বান্দরবান: বান্দরবান সদর উপজেলার ১ নম্বর রাজবিলা, ৩ নম্বর বান্দরবান সদর এবং ৬ নম্বর জামছড়ি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিন ইউপিতেই চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা এসব তথ্য জানান।
বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, তিন ইউপিতে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে সে জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না।
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউপিতে আজ ভোট গ্রহণ হচ্ছে। ৪৬টি কেন্দ্রে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশ ও আনসারের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় জিপগাড়ি করে বেশি দুর্গম এলাকায় ট্রাক্টরে করে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। উপজেলায় ৫টি ইউপিতে মোট ৫২ হাজার জন ভোট প্রয়োগ করবেন।
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলায় ৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে আজ। নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত কয়েক দিনে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন বলেন, নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে যা যা করণীয় তা সম্পন্ন করা হয়েছে। ভোট নিয়ে সুনির্দিষ্ট কারও কোন অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও ৩ ইউপির রিটার্নিং কর্মকর্তা জমির উদ্দীন বলেন, লংগদু উপজেলায় মোট কেন্দ্র ৬৩টি। তার মধ্যে ৪২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর অধিক ঝুঁকিপূর্ণ ১৯টি কেন্দ্র। ২টি কেন্দ্র রয়েছে সাধারণ।
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউপিতে আজ ভোট গ্রহণ হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সড়ক যোগাযোগ না থাকায় দুটি ইউপির ৭টি কেন্দ্রে ব্যবহার করা হয়েছে বিমানবাহিনীর ৪টি হেলিকপ্টার। এ ছাড়া ৪৭টি চান্দের গাড়িতে করে ৭০টি কেন্দ্রে ভোটের মালামাল পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে প্রিসাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছে এসব সরঞ্জামাদি তুলে দেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা চৈতালী চাকমা। উপজেলার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মাথায় রেখে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুরাছড়ি: রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুই ইউপিতে আজ ভোট হচ্ছে। নির্বাচন কমিশন উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউপির নির্বাচন স্থগিত করায় শুধুমাত্র জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট স্থাপন করেছেন নিরাপত্তা বাহিনী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই ইউপির ১৮টি কেন্দ্রে নির্বাচন কর্মকর্তারা সকল মালামাল নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ জানান, কেউ ভোটকেন্দ্রে গোলযোগের সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
সপ্তম ধাপে তিন পার্বত্য জেলায় ২৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ সোমবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। গতকাল থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করে ইসি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।
বান্দরবান: বান্দরবান সদর উপজেলার ১ নম্বর রাজবিলা, ৩ নম্বর বান্দরবান সদর এবং ৬ নম্বর জামছড়ি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিন ইউপিতেই চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা এসব তথ্য জানান।
বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, তিন ইউপিতে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে সে জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না।
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউপিতে আজ ভোট গ্রহণ হচ্ছে। ৪৬টি কেন্দ্রে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশ ও আনসারের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় জিপগাড়ি করে বেশি দুর্গম এলাকায় ট্রাক্টরে করে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। উপজেলায় ৫টি ইউপিতে মোট ৫২ হাজার জন ভোট প্রয়োগ করবেন।
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলায় ৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে আজ। নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত কয়েক দিনে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন বলেন, নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে যা যা করণীয় তা সম্পন্ন করা হয়েছে। ভোট নিয়ে সুনির্দিষ্ট কারও কোন অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও ৩ ইউপির রিটার্নিং কর্মকর্তা জমির উদ্দীন বলেন, লংগদু উপজেলায় মোট কেন্দ্র ৬৩টি। তার মধ্যে ৪২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর অধিক ঝুঁকিপূর্ণ ১৯টি কেন্দ্র। ২টি কেন্দ্র রয়েছে সাধারণ।
বাঘাইছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউপিতে আজ ভোট গ্রহণ হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সড়ক যোগাযোগ না থাকায় দুটি ইউপির ৭টি কেন্দ্রে ব্যবহার করা হয়েছে বিমানবাহিনীর ৪টি হেলিকপ্টার। এ ছাড়া ৪৭টি চান্দের গাড়িতে করে ৭০টি কেন্দ্রে ভোটের মালামাল পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে প্রিসাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছে এসব সরঞ্জামাদি তুলে দেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা চৈতালী চাকমা। উপজেলার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মাথায় রেখে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুরাছড়ি: রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুই ইউপিতে আজ ভোট হচ্ছে। নির্বাচন কমিশন উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউপির নির্বাচন স্থগিত করায় শুধুমাত্র জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট স্থাপন করেছেন নিরাপত্তা বাহিনী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই ইউপির ১৮টি কেন্দ্রে নির্বাচন কর্মকর্তারা সকল মালামাল নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ জানান, কেউ ভোটকেন্দ্রে গোলযোগের সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে