Ajker Patrika

বিদ্যুতায়িত দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৮
বিদ্যুতায়িত দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

পাঁচ বছরের খুশি আক্তার না বুঝে বিদ্যুতের সকেটে আঙুল ঢুকিয়ে দেয়। ছোট বোনকে রক্ষা করতে গিয়ে সাত বছরের হাসানও বিদ্যুতায়িত হয়। এসব দেখে দুই সন্তানকে রক্ষায় ছুটে আসেন মা। দুই সন্তানকে বাঁচাতে পারলেও বিদ্যুতায়িত হয়ে মারা যান মা নাসিমা আক্তার (৩৫)।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নাসিমা আক্তার একই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নাসিমা তাঁর বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই সন্তানকে বিদ্যুতায়িত হতে দেখেন নাসিমা আক্তার। সন্তানদের বাঁচাতে গিয়ে নাসিমা আক্তার বিদ্যুতায়িত হয়ে মারা যান।’ জানা গেছে, দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না। এ কারণে দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে নাসিমা আক্তারের মৃত্যুর বিষয়ে আমাদের কেউ জানাননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত