মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়া রাজাকার মতিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে পরোয়ানা জারির সাত বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই আসামির নাম মো. আব্দুল মতিন (৭০)। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২২ সালে মতিনসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি সাত বছর পলাতক ছিলেন। র‍্যাব বলছে, মতিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে পালিয়ে গিয়ে তাঁরা পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং রাজাকার বাহিনীতে যোগ দেন।

গত রোববার রাতে সিলেটের গোলাপগঞ্জে ভাগনের বাড়ি থেকে র‍্যাব-৩-এর একটি দল মতিনকে গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মতিন, তাঁর ভাই আব্দুল আজিজ ওরফে হাবুল এবং আব্দুল মান্নান ওরফে মনাইয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয় ২০১৪ সালে। তদন্ত শেষ হয় ২০১৬ সালের ১৪ নভেম্বর। এর আগে একই বছরের ২৯ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পরের দিন আজিজ ও মান্নানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। তবে গ্রেপ্তারের আগেই আব্দুল মতিন আত্মগোপনে চলে যান। তাঁকে পলাতক রেখেই ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হলে ২০২২ সালের ১৯ মে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

র‍্যাব বলছে, মতিন নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতেন। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে পলাতক জীবন শুরুর আগপর্যন্ত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৬ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর পলাতক জীবনযাপন শুরু করে মতিন। তিনি মৌলভীবাজারের বড়লেখার পাখিয়ালা গ্রামের বাড়ি ছেড়ে সিলেটের গোলাপগঞ্জে তাঁর ভাগনের বাড়িতে থাকতে শুরু করেন।

মতিনসহ তাঁর ভাই আজিজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে পালিয়ে বড়লেখায় গিয়ে তাঁরা পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং রাজাকার বাহিনীতে যোগ দেন। তখন তাঁদের সঙ্গে যোগ দেন মান্নান।

মতিন বড়লেখা থানা জামায়াতে ইসলামী এবং ১৯৭১ সালে গঠিত ইসলামী ছাত্র সংঘের সক্রিয় সদস্য ছিলেন বলে র‍্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, মতিনসহ রাজাকার বাহিনীর সদস্যরা মিলে মৌলভীবাজার এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত