গ্যাস পেতে আর কত অপেক্ষা

রিমন রহমান, রাজশাহী
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০৭: ৪৪
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ৩৩

রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা সাবিয়ার রহমান তাঁর বাসায় গ্যাসের জন্য আবেদন করেছেন ছয় বছর আগে। ডিমান্ড নোট ইস্যু হওয়ায় বাড়ির ওয়্যারিংয়ের কাজও করেছেন। কিন্তু নতুন সংযোগ দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় তিনি গ্যাস পাননি। এখন গ্যাসের জন্য অপেক্ষা করছেন। তাঁর অপেক্ষা শেষ হচ্ছে না।

সাবিয়ার রহমান বলেন, ‘ভোটের আগে এলাকায় ‘রাজনৈতিক গ্যাস’ এসেছিল। তারপর অনেকে গ্যাস পেয়েছে, অনেকে পায়নি। দুর্ভাগাদের মধ্যে আমিও আছি। আমার বাড়িতে গ্যাস নেই। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে (পিজিসিএল) টাকা জমা দিয়েও গ্যাস পাইনি।’

গ্যাসের জন্য অপেক্ষা শুধু সাবিয়ারের একার নয়। নগরীর প্রায় ১২ হাজার মানুষ আবেদন করেও গ্যাস পাননি। এর মধ্যে প্রায় ৬০০ জনের ডিমান্ড নোট ইস্যু হওয়ায় টাকাও জমা দিয়েছিলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সরকার নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিলে তাঁরা কেউই আর গ্যাস পাননি। যাঁরা তখন আবেদন করেননি, তাঁরাও এখন গ্যাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অপেক্ষার পালা শেষ হচ্ছে না।

রাজশাহীতে একসময় বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের জন্য আন্দোলন হয়েছে। পালিত হয়েছে হরতাল কর্মসূচি। ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যে গ্যাসের জন্য আবেদন করেন ২১ হাজার ৪২৩ জন। এরপর ৯ হাজার ১৬৩ জনের বাসায় গ্যাস দেওয়া হয়। ২০১৬ সালে বন্ধ হয়ে যায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান।

পিজিসিএলের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, বাসাবাড়িতে গ্যাস দেওয়া বন্ধ হওয়ার পর ২০১৭-১৮ সালে রাজশাহীর ২৮০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস দেওয়ার বিষয়টি অনুমোদন হয়। এরপর মাত্র ১৭টি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হয়। এর মধ্যে একটি সিএনজি স্টেশনও আছে। এখন শিল্পেও গ্যাস দেওয়া হচ্ছে না।

রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, ‘রাজশাহীর মানুষ গ্যাসের জন্য ক্ষোভের আগুনে পুড়ছেন। রাজশাহীর বিসিকের সব শিল্পপ্রতিষ্ঠানে এখন গ্যাস নেই। এরই মধ্যে বিসিক-২ গড়ে তোলা হচ্ছে। সেখানে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত হয়নি। গ্যাস না দিলে পিছিয়ে পড়া রাজশাহীর শিল্পেরও বিকাশ হবে না।’

পিজিসিএলের রাজশাহী কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, ‘সরকার চাইলেই আমরা গ্যাস দিতে পারব। সিদ্ধান্ত না থাকায় গ্যাস দিতে পারছি না। রাজশাহী শহরজুড়ে পিজিসিএলের প্রায় ২৭০ কিলোমিটার পাইপলাইন আছে। এর মাধ্যমে দৈনিক ১৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা সম্ভব। এখন চাহিদা অনুযায়ী ৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা

ইস্টার্ন রিফাইনারি: ১৮ কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত