Ajker Patrika

খালের মুখে বাঁধ, ৫০০ একর ফসলি জমি পানির নিচে

সাহাদত জামান, সারিয়াকান্দি (বগুড়া)
খালের মুখে বাঁধ, ৫০০ একর ফসলি জমি পানির নিচে

বগুড়ার সারিয়াকান্দির বাঁশহাটা গ্রামের একটি খালের মুখ বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ৫০০ একর ফসলি জমি এখন পানির নিচে। দুর্ভোগে পড়েছে চার গ্রামের সাড়ে ১১ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭ হাজার কৃষক।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিউ কাজলা, কালারতাইড়, শোলারতাইড় ও ছোট কুতুবপুর গ্রামে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে বেশ কয়েকটি পরিবারও পানিবন্দী হয়ে পড়েছে। তাঁরা তিন মাস ধরে কলার ভেলা বা নৌকা দিয়ে যাতায়াত করছেন। তাঁরা বলছেন, ভেলাবাড়ী ইউনিয়নের বাঙ্গালী নদী খননের সময় তোলা বালু ওই খালের মুখে ফেলা হয়েছে।

পানিতে ডুবে যাওয়া জমিগুলোতে কৃষকেরা নানা ধরনের ফসল চাষ করতেন। পানি জমে থাকার কারণে তাঁরা এ বছর স্থানীয় জাতের গাইঞ্জা ধান রোপণ করতে পারেননি। পানি অপসারণ না হওয়ায় বীজতলা তৈরির অনিশ্চয়তায় রয়েছেন এবং দুশ্চিন্তায় দিন গুনছেন তাঁরা।

স্থানীয় বাঁশহাটা গ্রামের লাল মিয়া মণ্ডল জানান, তাঁর ১২ বিঘা জমি এখন প্রায় তিন মাস ধরে পানির নিচে রয়েছে। এসব জমির ফসল বিক্রি করে তিনি সংসারের যাবতীয় খরচ করেন। খালের মুখের বালু সরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে বোরো ধানের বীজতলা করা যাবে না।

একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘খুব গরিব মানুষ হামি। আড়াই বিঘে জমির ফসল দিয়েই খুব কষ্টে সারা বছর চলি। এখন সেই জমিটুকুও পানির মদে।

কোনো আবাদ করবের পাচ্চি নে। চিয়েরমিনক ধরেও কোনো কাম হচ্চে না।’

একই গ্রামের ফকির প্রামাণিকের স্ত্রী মনেরা বেগম বলেন, ‘সেই জ্যৈষ্ঠ মাস হলে পানিবন্দী হয়া আছি। বালু ফালে খালের মুক বন্দ করে দিছে। কত কষ্ট করে নৌকা দিয়ে যাতায়াত করি।’

কুতুবপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, খালের মুখে বাঁধ দেওয়ার জন্য প্রায় ৫০০ একর জমি পানির নিচে রয়েছে। এ বিষয়ে ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খাল কেটে দেওয়ায় আন্তরিক আছেন। তবে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর জন্য এটি সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘বিষয়টি আমি জানি। এভাবে যদি কৃষকের জমিতে পানি জমে থাকে, তাহলে কৃষকেরা কীভাবে ফসল ফলাবে। বাঙ্গালী নদী খননের সময় খননকারীরা কৃষকদের কথা চিন্তা করেনি।’

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। সরেজমিনে তদন্তসাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত